ফ্যাব ইন্ডিয়ার পর এবার অ্যাকুয়াটিকা, মহিলা চেঞ্জিংরুমে সিসিটিভি!

Updated By: Apr 27, 2015, 10:09 AM IST
ফ্যাব ইন্ডিয়ার পর এবার অ্যাকুয়াটিকা, মহিলা চেঞ্জিংরুমে সিসিটিভি!

ফ্যাব ইন্ডিয়ার পর এবার অ্যাকুয়াটিকা, মহিলা চেঞ্জিংরুমে সিসিটিভি!

ব্যুরো: ফ্যাব ইন্ডিয়ার পর অ্যাকোয়াটিকা। মহিলা চেঞ্জিংরুমে CCTV নজরদারির অভিযোগ উঠল আরেকটি জনপ্রিয় সংস্থার বিরুদ্ধে। এক মহিলা পোশাক পদলের সময় ক্যামেরাগুলি দেখতে পান। ঘটনায় সংস্থার ম্যানেজার কিষাণ শঙ্করকে গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিস। আটক করা হয়েছে রাজু নামে আর এক কর্মীকে।

অ্যাকোয়াটিকার উইমেন সেকশন। ওয়াটার পার্কে আসা মহিলা পর্যটকদের প্রাইভেট স্পেস। একদিকে সারিবদ্ধ লকার। অন্যদিকে, পর্দাঢাকা চেঞ্জিং রুম। রবিবার এক মহিলা পোশাক বদলের সময় দেখতে পান, তাঁর দিকে তাক করা রয়েছে একটি ক্যামেরার লেন্স। সঙ্গে সঙ্গে অন্যদের সতর্ক করেন তিনি। একে একে সামনে আসে সাতটি ক্যামেরা।

এই নিয়ে হইচই শুরু হলে ওয়াটার পার্কের এক বাউন্সার তাঁদের নিগ্রহ করেন বলে অভিযোগ মহিলাদের।

যদিও অভিযোগকারীর বিরুদ্ধেই গুরুতর অভিযোগ এনেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের দাবি, মহিলা চেঞ্জিং রুম নয়, ক্যামেরা লাগানো হয়েছে লকারের নিরাপত্তায়।

মহিলা পর্যটক না কর্তৃপক্ষ। কে ঠিক বলছে তা জানতে অ্যাকোয়াটিকার কন্ট্রোল রুমের হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিস।

 

.