Anubrata Mandal: বিদেশে চলে যেতে পারেন অনুব্রত? 'কেষ্ট'কে চক্রব্যূহে ঘিরতে CBI-এর নয়া কৌশল
CBI-এর নজরে অনুব্রতর গতিবিধি
নিজস্ব প্রতিবেদন: অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিদেশযাত্রা আটকাতে নয়া কৌশল সিবিআই-এর (CBI)। বীরভূম জেলা তৃণমূলের সভাপতির থেকে তাঁর পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি নথি চেয়ে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সঙ্গেও যোগাযোগ করেছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, সিবিআই-কে (CBI) নিজের উত্তর পাঠিয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, 'কেষ্ট' জানিয়েছেন, তাঁর কোনও পাসপোর্ট নেই। তবে তাঁর উত্তরে সন্তুষ্ট হননি তদন্তকারী অফিসাররা। উল্টে, অনুব্রতর (Anubrata Mandal) দেওয়া তথ্য যাচাই করার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা।
একই সঙ্গে এয়ারপোর্ট অথরিটির সঙ্গেও সিবিআই (CBI) কথা বলেছে। সূত্রের খবর, অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) কোনও ভাবে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করলে, সঙ্গে সঙ্গে তাঁদের সেই তথ্য জানাতে বলা হয়েছে। পাশাপাশি, এ রাজ্যের মধ্যেও অনুব্রতর গতিবিধির উপর নজর রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
হাসপাতালে ছাড়ার পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)-কে জোড়া নোটিস পাঠায় সিবিআই (CBI)। তাঁকে সিজিও কমপ্লেক্সে এসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দুটি মামলাতেই হাজিরা এড়িয়ে যান বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। আইনজীবীর মারফৎ CBI-কে চিঠি দেন অনুব্রত। চিঠিতে জানান, দাঁত, মলদ্বার এবং অণ্ডকোষের অসহ্য যন্ত্রণায় ভুগছেন। ২১ মে পর্যন্ত সময় চেয়ে নেন তিনি।