সারদাকাণ্ডে রাজীব সংক্রান্ত নথি –সহ তদন্তকারী অফিসারকে দিল্লিতে তলব

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট সিবিআই ডিরেক্টরকে নির্দেশ দিয়েছিলেন, আগামী শুনানিতে আদালতে এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ পেশ করতে হবে।

Updated By: Mar 5, 2019, 12:07 PM IST
সারদাকাণ্ডে রাজীব সংক্রান্ত নথি –সহ তদন্তকারী অফিসারকে দিল্লিতে তলব

নিজস্ব প্রতিবেদন:  সারদাকাণ্ডে  কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমার সংক্রান্ত সব নথি ও তথ্যপ্রমাণ নিয়ে দিল্লিতে তলব করা হল। তদন্তকারী অফিসারকে ডেকে পাঠালেন সিবিআই ডিরেক্টর ঋষিকুমার শুক্লা।  

আরও পড়ুন: জোট নিয়ে ধোঁয়াশায়, এয়ার স্ট্রাইক নিয়ে বিজেপির সুর অধীরের গলায়

 

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট সিবিআই ডিরেক্টরকে নির্দেশ দিয়েছিলেন, আগামী শুনানিতে আদালতে এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ পেশ করতে হবে।  তাই পরবর্তী শুনানির আগেই তথ্য প্রমাণ নিয়ে তদন্তকারী অফিসারকে দিল্লিতে ডেকে পাঠালেন তিনি। সূত্রের খবর, পরবর্তী শুনানির আগে সিবিআই ডিরেক্টর নিজেও তদন্তকারী অফিসারের সঙ্গে মুখোমুখি আলোচনা করতে চান।  সেই কারণেই এই তলব।  আদালতে পেশ করার আগে এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ খতিয়ে দেখে নিতে চান তিনি।

আরও পড়ুন: বিজেপিতে যোগদানের জন্য ফোন গিয়েছে পার্থ, ফিরহাদের কাছেও, ফাঁস করলেন মুকুল

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি সিবিআই অধিকর্তা ঋষি শুক্লাকে চিঠি দেন রাজীব কুমার।  ৮ ফেব্রুয়ারি শিলংয়ে তদন্তকারী দলের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দেন কলকাতা পুলিস কমিশনার। তবে সেই চিঠিকে যে সিবিআই মোটেই আমল দেবে না, তা পরিষ্কার জানিয়ে দিলেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব।

 

.