Paresh Adhikari: প্রায় ১০ ঘণ্টা! দ্বিতীয় দফায় পরেশ অধিকারীকে ম্যারাথন জেরা CBI-র
এদিন ফের তলব করা হয় শিক্ষা প্রতিমন্ত্রীকে। প্রায় ১০ ঘণ্টার পর নিজাম প্যালেস থেকে ছাড়া পান তিনি।
![Paresh Adhikari: প্রায় ১০ ঘণ্টা! দ্বিতীয় দফায় পরেশ অধিকারীকে ম্যারাথন জেরা CBI-র Paresh Adhikari: প্রায় ১০ ঘণ্টা! দ্বিতীয় দফায় পরেশ অধিকারীকে ম্যারাথন জেরা CBI-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/20/376167-cbi.jpg)
নিজস্ব প্রতিবেদন: মেয়ে কীভাবে চাকরি পেলেন? কারা সাহায্য করেছে? দ্বিতীয় দফায় প্রায় ১০ ঘণ্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ। অবশেষে CBI দফতর থেকে ছাড়া পেলেন রাজ্যের স্কুলশিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।
'১৬ নম্বর কম পেয়েও মেধাতালিকার শীর্ষে!' হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে মেয়ে অঙ্কিতার। এমনকী, ২ কিস্তিতে বেতনের টাকাও ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা দমদম বিমানবন্দর থেকে সোজা নিজাম প্যালেসে CBI দফতরে যান মন্ত্রী পরেশ অধিকারী। তাঁকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
আরও পড়ুন: SSC ভবন থেকে CRPF প্রত্যাহার হাইকোর্টের, কর্মীদের প্রবেশে আর বাধা নেই
SSC মামলায় এদিন ফের পরেশ অধিকারীকে তলব করে CBI। কেন? সূত্রের খবর, বৃহস্পতিবার জেরা অসম্পূর্ণ ছিল। মন্ত্রীর বয়ানে বেশ কিছু অসঙ্গতিও পেয়েছেন তদন্তকারীরা। ঘড়িতে তখন সাড়ে ১০টা। সকালে নিজাম প্য়ালেসে স্কুলশিক্ষা দফতরের প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করছিলেন CBI-র আধিকারিকরা। রাত সাড়ে ৮টা নিজাম প্যালেস থেকে বেরোলেন পরেশ অধিকারী।