আজ থেকে লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে কার্ডে

ট্রেনের টিকিট কাটতে গিয়ে খুচরোর সমস্যা? আর চিন্তা নেই। আজ থেকে লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে কার্ডে।

Updated By: Dec 12, 2016, 02:03 PM IST
আজ থেকে লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে কার্ডে

ওয়েব ডেস্ক: ট্রেনের টিকিট কাটতে গিয়ে খুচরোর সমস্যা? আর চিন্তা নেই। আজ থেকে লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে কার্ডে।

আজ থেকে হাওড়া এবং শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টারে বসছে CARD SWIPE MACHINE. কার্ডের সাহায্যে যাত্রীরা লোকাল, মান্থলি এবং সিজনাল টিকিট কাটতে পারবেন। এছাড়াও ১ সপ্তাহের মধ্যে পূর্ব রেলের যে সব স্টেশনে কাউন্টার থেকে টিকিট বিক্রি হয়, সেখানেও বসছে CARD SWIPE MACHINE. কার্ডে মান্থলি বা সিজনাল টিকিট কিনলে, পয়লা জানুয়ারি থেকে টিকিটে  শূন্য দশমিক ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই ব্যবস্থা চালু করছে পূর্ব রেল।

আরও পড়ুন- কপ্টার দুর্নীতিতে এবার সিবিআই-এর ডাক পেতে পারেন মনমোহন সিং

.