Calcutta High Court: শিক্ষক নিয়োগে 'দুর্নীতি', মাদ্রাসা কমিশনকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
'সাপের লেজ দিয়ে কান চুলকাবেন না', কমিশনকে ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
অর্ণবাংশু নিয়োগী: ফের শিক্ষক নিয়োগে 'দুর্নীতি'! স্রেফ ভর্ৎসনা নয়, মাদ্রাসা কমিশনকে এবার ১৫ দিনের মধ্যে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বললেন, 'কমিশন কি সংবিধানের উপরে? সাপের লেজ দিয়ে কান চুলকাবেন না'।
ঘটনার সূত্রপাত্র ২০১৪ সালে। সে বছর ফ্রেরুয়ারি মাসে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা কমিশন। অভিযোগ, অপেক্ষাকৃত কম মেধার ছাত্রছাত্রীরাই চাকরি পেয়েছেন। যোগ্য প্রার্থীরা বঞ্চিত করা হল কেন? হাইকোর্টের মামলা করেছেন ৭ জন চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও সুযোগ পাননি তাঁরা। এদিন মামলাটির শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ৭ জন মামলাকারীকে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার ক্ষতিপূরণ দিতে হবে মাদ্রাসা কমিশনকে। সয়মসীমা ১৫ দিন।
এদিকে SSC-তে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেও একাধিক মামলা চলছে হাইকোর্টে। এমনকী, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই চাকরি গিয়েছে খোদ রাজ্যে স্কুলশিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। কলকাতার নিজাম প্যালেসে রাজ্যের দুই মন্ত্রী পরেশ অধিকারী ও পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করেছে CBI।