Anish Khan Murder Case: আনিসকাণ্ডে আপাতত SIT-এ আস্থা হাইকোর্টের, ২ সপ্তাহে রিপোর্ট পেশের নির্দেশ

'টিআই প্যারেড সময় তদন্তে সহযোগিতা করতে হবে', নির্দেশ কলকাতা হাইকোর্টের

Updated By: Feb 24, 2022, 05:02 PM IST
Anish Khan Murder Case: আনিসকাণ্ডে আপাতত SIT-এ আস্থা হাইকোর্টের, ২ সপ্তাহে রিপোর্ট পেশের নির্দেশ

নিজস্ব প্রতিবেদন: আনিসকাণ্ডের তদন্তে (Anish Khan Murder Case) আপাতত রাজ্য সরকারের তৈরি SIT-এর উপরই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। ২ সপ্তাহের মধ্যে সিটকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের তরফে আরও জানান হয়েছে, টিআই প্যারেড সময় তদন্তে সহযোগিতা করতে হবে। ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে টিআই প্যারেড হবে। ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবেন জেলা বিচারক।

জানা গিয়েছে, বৃহস্পতিবারের শুনানিতে আদালতের কাছে আনিস খানের মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আবেদন জানান অ্য়াডভোকেট জেনারেল। এছাড়া পরিবারের কাছে থাকা মোবাইল ফোনটি সিটের হাতে তুলে দেওয়ারও আবেদন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, পুলিসের হাতে মোবাইল তুলে দিতে রাজি নন আনিস খানের বাবা। কারণ তথ্য-প্রমাণ নষ্টের আশঙ্কা করছেন তিনি। তখন বিচারপতির তরফে বিকাশরঞ্জন ভট্টাচার্যের কাছে প্রস্তাব চাওয়া হয়। পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য একজন কোর্ট অফিসার নিয়োগের প্রস্তাব দেন। 

তাঁর প্রস্তাব শুনে বিচারপতি বলেন, "যখন ময়নাতদন্ত করা হবে তখন জেলা বিচারক বা তাঁর কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন। তাঁদের সামনে ময়নাতদন্ত হবে। এছাড়া যে ফোনটি নেওয়া হবে সেটাকে সিল করে CFSL হায়দরাবাদ বা কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে পাঠাতে হবে। মোবাইল পরীক্ষার জন্য NIC-র সাহায্য নেবেন জেলা বিচারক।" এছাড়া CFSL হায়দরাবাদের ডিরেক্টরকেও আদালত নির্দেশ দিয়েছে, "দ্রুত পরীক্ষা করতে হবে। সমস্ত তথ্য-প্রমাণ ডিজিটাল ফর্ম্যাটে সংরক্ষণ করতে হবে। একটা কপি নিজের কাছে রাখবেন ডিরেক্টর। একটা সিটের কাছে জমা দিতে হবে।" আগামী দু'সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। সেদিন সিটকে তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করতে হবে।

আরও পড়ুন: Mamata Banerjee On Student Credit Card: 'অনশন ওঠাতে গান্ধীজির হাতে ফলের রস তুলে দিয়েছিলেন রবীন্দ্রনাথ', নেতাজি ইন্ডোরে বললেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: Anish Khan Murder Case: 'আমাদের বলির পাঁঠা করা হয়েছে, আমরা যায়নি, OC সব জানে', আনিসকাণ্ডে ধৃতদের চাঞ্চল্যকর দাবি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.