BJP: একুশে জুলাই উলুবেড়িয়ায় সভা; বিজেপিকে শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের
তৃণমূলের শহিদ সমাবেশের পাল্টা কর্মসূচি নিল গেরুয়াশিবির। উলুবেড়িয়ার সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।
অর্ণবাংশু নিয়োগী: বদলে গেল জায়গা। সময়সীমাও বেঁধে দিল আদালত। ২১ জুলাই উলুবেড়িয়ায় শর্তসাপেক্ষে বিজেপিকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট। 'এই সরকার গণতন্ত্র মানে না', প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের।
রাত পোহালেই ২১ জুলাই। ধর্মতলায় যখন শহিদ সমাবেশ করবে তৃণমূল, তখন হাওড়ার উলুবেড়িয়ায় পাল্টা সভা করার পরিকল্পনা করেছে বিজেপি। সেই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিস-প্রশাসনের তরফে সভার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। কেন? হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়াশিবির।
আরও পড়ুন: Blue White Auto: শহরে যাত্রা শুরু নীল-সাদা অটোর, চালকের আসনে ফিরহাদ!
গতকাল, মঙ্গলবার মামলাটির শুনানি হয় হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে। বিজেপির আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, ২১ জুলাই কেন? ২০ তারিখ হতে পারে, ২২ তারিখ হতে পারে। রবীন্দ্রনাথের জন্মদিন হলে না হয় মানতাম নির্দিষ্ট দিন করেছে, কিন্তু এক্ষেত্রে কি নির্দিষ্ট দিন আছে'? অবশেষে এদিন শর্তসাপেক্ষ উলুবেড়িয়ায় বিজেপির সভার অনুমতি দিল হাইকোর্ট।
আদালতের নির্দেশ, একুশের জুলাই উলুবেড়িয়ার বিজেপি কার্যালয়ের কাছে মানসতলা মাঠে সভা করা যাবে। কখন? রাত ৮ থেকে রাত ১০ পর্যন্ত। আজ, বুধবার সন্ধ্য়ায় স্থানীয় থানাকে সভাস্থলের সম্পর্কে জানাতে হবে। জনসভায় কোনও প্ররোচনামূলক ভাষণ দিতে পারবেন না বিজেপি নেতারা।
আরও পড়ুন: Physically Abuse: নিউটাউনে ১৫ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা, ধৃত ৩
এদিকে হাইকোর্টে সভার করার অনুমতি দেওয়ার পর রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, 'সভার অনুমতি জন্য হাইকোর্টে যেতে হচ্ছে। তার মানে, এখানকার সরকার গণতন্ত্র মানেনি। বিরোধীদের মর্যাদা দেয় না। আমরা আদালতের শর্ত মেনে সভা করব'।