Arambag Loksabha Election 2024: নজরে আরামবাগ, ভোট-বাতিলের মামলায় নোটিশ জারি হাইকোর্টের!

লোকসভা ভোটে বাংলায় বেনজির সবুজ-ঝড়। ৪২ আসনের মধ্যে ২৯ টিতেই জিতেছে তৃণমূল। ব্য়তিক্রম নয় আরামবাগও। এই কেন্দ্র থেকে মাত্র ৬ হাজার ভোট জিতেছেন তৃণমূল প্রার্থী মিতালী বাগ। ভোটের ফল মানতে নারাজ ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর। নির্বাচনে কারচুরি অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন তিনি। দাবি করেছেন নির্বাচন বাতিলের।

Updated By: Aug 12, 2024, 05:44 PM IST
Arambag Loksabha Election 2024: নজরে আরামবাগ, ভোট-বাতিলের মামলায় নোটিশ জারি হাইকোর্টের!

অর্ণবাংশু নিয়োগী: নির্বাচনে কারচুপি? হাইকোর্টে মামলা দায়ের করেছেন হুগলির আরামবাগ কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর। সেই মামলায় এবার নোটিস জারি করল আদালত। তৃণমূল সাংসদ মিতালী বাগ-সহ সবপক্ষকেই নোটিস দেওয়ার নির্দেশ দিলেন  বিচারপতি বিভাসরঞ্জন দে। মামলার পরবর্তী শুনানি ২৫ সেপ্টেম্বর।

আরও পড়ুন:  R G Kar Incident: কে, কোথায় বিশ্রামে? রেইকি করেই ধর্ষণের 'টার্গেট' স্থির করে সঞ্জয়?

ঘটনাটি ঠিক কী? লোকসভা ভোটে বাংলায় বেনজির সবুজ-ঝড়। ৪২ আসনের মধ্যে ২৯ টিতেই জিতেছে তৃণমূল। ব্য়তিক্রম নয় আরামবাগও। এই কেন্দ্র থেকে মাত্র ৬ হাজার ভোট জিতেছেন তৃণমূল প্রার্থী মিতালী বাগ। ভোটের ফল মানতে নারাজ ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর। নির্বাচনে কারচুরি অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন তিনি। দাবি করেছেন নির্বাচন বাতিলের।

এদিন হাইকোর্টে মামলাটির শুনানি হয় বিচারপতি বিভাসরঞ্জন দে-র এজলাসে। স্রেফ নোটিশ জারি নয়, আরামবাগের নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য, নথি, এমনকী নির্বাচন প্রক্রিয়ায় যাবতীয় ভিজিয়ো ফুটেজও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন তিনি।

নির্বাচনে বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়, বসিরহাটের রেখা পাত্র, ডায়মন্ডহারবারের অভিজিত্‍ দাস ও কোচবিহারের নিশীথ প্রামাণিকও। ঘাটাল, ডায়মন্ড হারবার ও কোচবিহারেও নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন বিজেপির প্রার্থীরা। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখার পাত্রের অবশ্য দাবি, তৃণমূল প্রার্থী নির্বাচনী হলফনামা ত্রুটি ছিল। মামলাগুলি এখন হাইকোর্টে বিচারাধীন।

আরও পড়ুন:  R G Kar Incident: 'এক্স-আরজিকর এক রাজনৈতিক ব্যক্তির মদতেই...', ইস্তফার পরই 'বোমা' ফাটালেন 'অধ্যক্ষ'!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.