By-Poll Result: 'সব চক্রান্তের জবাব দিয়েছে ভবানীপুর', রেকর্ড ভোটে জিতে দাবি Mamata-র
ভবানীপুরের দিকেই তাকিয়ে ছিল গোটা বাংলা: মমতা
নিজস্ব প্রতিবেদন: তিনি বলেছিলেন 'বি' মানে ভারতবর্ষ, 'বি' মানে ভবানীপুর। ২০২৪-এ ভারত জয়ের যে লক্ষ্য নিয়েছেন তিনি। সেই লক্ষ্যের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কয়েক কদম এগিয়ে দিল সেই ভবানীপুর। উপনির্বাচনে ভবানীপুর থেকে নিরঙ্কুশ জয় পেলেন তৃণমূল সুপ্রিমো। নিজের ২০১১-র রেকর্ড ভেঙে গড়লেন নয়া রেকর্ড। জয়ী মমতার (Mamata Banerjee) হুঙ্কার, 'সব চক্রান্তের উত্তর দিয়েছে ভবানীপুরবাসী।'
রবিবার ইভিএম খোলা থেকেই এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমে দু'হাজার...তারপর চার হাজার...দশ হাজার। নেত্রী মমতার (Mamata Banerjee) থেকে ধীরে ধীরে যোজনখানেক পিছিয়ে পড়েন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। গণনার শুরুতেই ভবিষ্যৎ বাণী করেছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। জানান, বড় মার্জিনে মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) জিতবেন। পঞ্চাশ থেকে আশি হাজার ভোটে জিতবেন। শেষে তেমনটাই হল, ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চতুর্থ রাউন্ড গণনার শেষেই ১২৪৩৫ ভোটে এগিয়ে যান তিনি।
আরও পড়ুন: ভবানীপুরে জয়লাভের পরই চার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা Mamata-র
আরও পড়ুন: মোদীশাহসুরমর্দিনী' Mamata, ভবানীপুর জিততেই একুশের শরতে ২৪-র আগমনী সুর TMC-র
দশম রাউন্ডে একুশের বিধানসভা নির্বাচনে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভন চট্টোপাধ্যায়ের জয়ের ব্যবধান টপকান মমতা। সেবার ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ এবং শোভনদেব জেতেন ২৮ হাজার ৭১৯ ভোটে। দশম রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ব্যবধান বাড়িয়ে করেন ৩১ হাজার ৬৪৫। ২১ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী পান ৮৪ হাজার ৩৮৯ ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পান ২৬ হাজার ৩২০ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পান ৪২০১ ভোট। মমতা বলেন, "ভবানীপুরের দিকেই তাকিয়ে ছিল গোটা বাংলা"
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)