By-Poll: কালীঘাটে পুজো দিয়ে ডালপুরি-আলুরদম ভাগ করলেন BJP-র বর্তমান-প্রাক্তন
বিজেপির প্রাক্তন ও বর্তমান প্রার্থীকে একসঙ্গে ডালপুরি ও আলুরদম ভাগ করে খেতেও দেখা গেল।
নিজস্ব প্রতিবেদন: গত বিধানসভা ভোটে ভবানীপুরে রুদ্রনীলকে হারিয়েছিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। নির্বাচনে পরাজিত প্রার্থী রুদ্রনীলকে (Rudranil Ghosh) সঙ্গে নিয়ে ভবানীপুরে উপভোটের ময়দানে নামলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে খেলেন ডালপুরি-আলুরদম ও চপ।
এ দিন হেস্টিংসে দলের বৈঠক সেরে সোজা কালীঘাট মন্দিরে যান প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। সন্ধেয় পুজো দিয়ে শুরু করেন প্রচার। তাঁর সঙ্গে আগাগোড়া ছিলেন রুদ্রনীল। পুজোর পর প্রিয়াঙ্কা বলেন,'মায়ের আশীর্বাদ নিয়ে চলতে হয়। তাঁর আশীর্বাদ নিতে এসেছি।' ভোটের আগে ও পরে একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছিলেন রুদ্রনীল। সেই প্রসঙ্গ তুলে এ দিন প্রিয়াঙ্কার হুঁশিয়ারি,'আগে কী হয়েছে ওসব ভুলে যান। এত ক্ষমতা কারও হয়ে যায়নি যে আমার গায়ে হাত তুলবে।'
বিজেপির প্রাক্তন ও বর্তমান প্রার্থীকে একসঙ্গে ডালপুরি ও আলুরদম ভাগ করে খেতেও দেখা গেল। তার পর তাঁদের গন্তব্য চপের দোকান। সেখানে চপ খেতে খেতেই বেকারত্ব ইস্যুতে 'চপশিল্প' লব্জে তৃণমূল সরকারকে বেঁধেন প্রিয়াঙ্কা (Priyanka Tibrewal)।
আরও পড়ুন- By-Poll: ভয়ে BJP-র অভিজ্ঞ নেতারা দাঁড়ায়নি: Sukhendu; আদালতের পর ভোটেও হারাবে: Dilip