By-Poll: সাবধানে কাজ করো, মদনদের দেওয়াল লিখতে দেখে গাড়ি থামালেন নেত্রী
নেত্রীর গাড়ি ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। মুহুর্মুহু ওঠে স্লোগান,'মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ভবানীপুরে জিতবে কে? মমতাদিদি আবার কে।'
নিজস্ব প্রতিবেদন: ভবানীপুরে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। রবিবার দুপুরে দেওয়াল লিখছিলেন মদন মিত্ররা। সেখান দিয়ে যাওয়ার পথে কর্মীদের উৎসাহ দিলেন মমতা (Mamata Banerjee)। বড় দিদির মতো পরামর্শ দিলেন,'করোনা পরিস্থিতিতে সাবধানে কাজ করো।'
দুপুরে ডিএল খান রোডে দেওয়াল লিখছিলেন তৃণমূল কর্মীরা। সাদা পাঞ্জাবি-ধুতি পরে রং-তুলি নিয়ে নেমে পড়েছিলেন মদন মিত্রও (Madan Mitra)। তখন ডুরান্ড কাপের উদ্বোধনের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনের উদ্দেশে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে কর্মীদের দেওয়াল লিখতে দেখে কিছুক্ষণের জন্য থামান গাড়ি। হাত নেড়ে উৎসাহ দেন। সঙ্গে পরামর্শ,'এত দুপুরে কী করছো? সাবধানে কাজ করো।'
নেত্রীর গাড়ি ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। মুহুর্মুহু ওঠে স্লোগান,'মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ভবানীপুরে জিতবে কে? মমতাদিদি আবার কে।' সূত্রের খবর, প্রস্তাবক হিসেবে কারা থাকবেন, তা দেখে নিতে মদন মিত্রকে নির্দেশ দেন দলনেত্রী।
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে প্রার্থী হবেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল বিধায়ক পদ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়ের ইস্তফার পরেই। রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মমতার নাম ঘোষণা করেছে তৃণমূল।
আরও পড়ুন- By-Polls: ভবানীপুরে উপভোট ভেস্তে দিতে আদালতে যাচ্ছে BJP? মতভেদ Dilip-Samik-র
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)