৫টি বিধানসভা কেন্দ্র তৃণমূলের, ২টিতে লিড বামেদের

২টো ২০: হাওড়া লোকসভা উপ নির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। ২৭,০১৫ ভোটে জিতলেন তিনি। প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪,২৬,২৭৩টি ভোট। বামপ্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য পেয়েছেন ৩,৯৯,২৫৮টি ভোট। কংগ্রেস পেয়েছে ৯৬,৭২৭টি ভোট। উত্তর হাওড়া, মধ্য হাওড়া, বালি, পাঁচলা ও শিবপুরে লিড নিয়েছে তৃণমূল। বামেরা লিড নিয়েছে সাঁকরাইল ও দক্ষিণ হাওড়ায়।

Updated By: Jun 5, 2013, 03:47 PM IST

হাওড়া লোকসভা উপ নির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। ২৬,৯৬৫ ভোটে জিতলেন তিনি। প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪,২৬,৩৮৭টি ভোট। বামপ্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য পেয়েছেন ৩,৯৯,৪২২টি ভোট। কংগ্রেস পেয়েছে ৯৬,৭৪৩টি ভোট। উত্তর হাওড়া, মধ্য হাওড়া, বালি, পাঁচলা ও শিবপুরে লিড নিয়েছে তৃণমূল। বামেরা লিড নিয়েছে সাঁকরাইল ও দক্ষিণ হাওড়ায়।
বিধানসভার আসনের নিরিখে ফলাফল:
বালি:
হাওড়া লোকসভা উপনির্বাচনে বালিতে ২,৮১৮ ভোটের লিড নিল তৃণমূল। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৪১,৯৬৩ ভোট। বামেরা পেয়েছে ২৯,১৪৫ ভোট।  
মধ্যহাওড়া:
মধ্য হাওড়ায় ৯৩৫৯ ভোটের লিড নিল তৃণমূল। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৬২,৭৫৮টি ভোট। বামেরা পেয়েছে ৫৩,৩৯৩ ভোট। 
হাওড়া উত্তর:
হাওড়া উত্তর কেন্দ্রে  ৬,৯৫২ ভোটের লিড নিয়েছে তৃণমূল। তৃণমূল প্রার্থী পেয়েছেন ৫০,৮২৭টি ভোট। সিপিআইএম প্রার্থী পেয়েছেন ৪৩,৮৭৫টি ভোট।
পাঁচলা:
হাওড়া লোকসভা উপনির্বাচনে পাঁচলা কেন্দ্রে  ৯,৯৬০ ভোটের লিড নিল তৃণমূল। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৬৯,৬১২টি  ভোট। বামেরা পেয়েছে  ৫৯,৬৫২টি ভোট। 
সাঁকরাইল:
সাঁকরাইলের কেন্দ্রে লিড নিল বামেরা। ভোটের ব্যবধান ৬,৬০২। এই কেন্দ্রে বামপ্রার্থী পেয়েছেন মোট ৫৮,৩৩৯টি ভোট। অন্যদিকে তৃণমূলপ্রার্থী পেয়েছেন ৬১,৭৮৭টি ভোট।
শিবপুর:
শিবপুর বিধানসভা ক্ষেত্রে ৭ হাজার ৪৭ ভোটে লিড নিয়েছে তৃণমূল। তৃণমূল প্রার্থী পেয়েছেন, ৬৯ হাজার ৩৮৭টি ভোট। বামপ্রার্থী পেয়েছেন ৬২,২৮০টি ভোট।
দক্ষিণ হাওড়া:
দক্ষিণ হাওড়া বিধানসভা ক্ষেত্রে লিড নিল বামেরা। ভোটের ব্যবধান ২,৫১৯। এই কেন্দ্রে বামপ্রার্থী পেয়েছেন মোট ৭২,৫৬৮টি ভোট। অন্যদিকে তৃণমূলপ্রার্থী পেয়েছেন ৭০,০৪৯টি ভোট।

.