By-Poll: আমি ব্রাহ্মণ, পৈতে পরি, হিন্দু ধর্ম শেখাতে আসবেন না, হিন্দিভাষীদের সভায় Abhishek

বিজেপিকে (BJP) খোলা চ্যালেঞ্জ ছু়ড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

Updated By: Sep 18, 2021, 08:46 PM IST
By-Poll: আমি ব্রাহ্মণ, পৈতে পরি, হিন্দু ধর্ম শেখাতে আসবেন না, হিন্দিভাষীদের সভায় Abhishek

নিজস্ব প্রতিবেদন: একবালপুরে ১৬ আনা মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর তোষণের অভিযোগ তুলেছে বিজেপি। ইতিমধ্যেই তার জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী। শনিবার ভবানীপুরে অবাঙালি ভোটারদের সঙ্গে জনসংযোগে বিজেপিকে 'হিন্দু ধর্মে'র পাঠ দিলেন অভিষেক (Abhishek Banerjee)। ৭০ নম্বর ওয়ার্ডে লক্ষ্মীনারায়ণ মন্দিরের সভাঘরে তিনি বলেন,'আমাকে হিন্দু ধর্ম শেখাবেন? আমি ব্রাহ্মণ। পৈতে পরি। আমাকে ধর্ম শেখাতে আসবেন না। আপনাদের থেকে শেখার দরকারও নেই।'

বিজেপিকে চ্যালেঞ্জ করে এ দিন অভিষেক বলেন,'ওরা শুধু হিন্দু, মুসলিম এবং পাকিস্তান করে। বিতর্কে আসুন। বিজেপি বলুক ওরা ৭ বছরে কী করেছে। আমি দিদির ১০ বছরের কাজ তুলে ধরব।' 
        
গত ১৬ সেপ্টেম্বর হিন্দিভাষী ভোটারদের উদ্দেশে মমতা বলেছিলেন,'আমি মসজিদে গিয়েছিলাম বলে আমাকে কটাক্ষ করছে বিজেপি। আমি মন্দিরে গিয়েছি। গুরুদ্বারেও গেলাম। বিজেপির এই ধরনের কায়দা পছন্দ করি না। গুজরাতি হোক, মারোয়াড়ি হোক-কারও খারাপ চাই না। আমি রাজস্থানে গেলে যেমন আজমেঢ় শরিফে যাই, তেমনই পুস্করেও যাই। নন্দীগ্রামকে পাকিস্তান বলেছিল। ভবানীপুরকেও পাকিস্তান বলছে। এটা আমার দেশ, আমার মাতৃভূমি। অন্য কিছু কেন হবে? আমি আমার দেশ, মাতৃভূমিকে সবচেয়ে বেশি ভালোবাসি।'   

আরও পড়ুন- 'Babul বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছেন', বলল BJP; সাংসদ পদ ধরে রাখা নিয়ে খোঁচা

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.