পরিবহণ ধর্মঘটের চোখ রাঙানির মুখে রাজ্য

ভাড়া বৃদ্ধি না হলে পুজোর আগে বড়সড় পরিবহণ ধর্মঘটের মুখে পড়তে চলেছে রাজ্য। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাস ভাড়া বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। ট্যাক্সি ভাড়া বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন ৮ই অক্টোবরের মধ্যে।

Updated By: Sep 29, 2012, 12:38 PM IST

ভাড়া বৃদ্ধি না হলে পুজোর আগে বড়সড় পরিবহণ ধর্মঘটের মুখে পড়তে চলেছে রাজ্য। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাস ভাড়া বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। ট্যাক্সি ভাড়া বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন ৮ই অক্টোবরের মধ্যে।
ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা করতেই আজ বিকেল ৩ টেয় বৈঠকে বসছে বেসরকারি বাস মালিকদের সবকটি সংগঠন, মিনিবাস এবং ট্যাক্সি সংগঠন। সরকার আশ্বাস না রাখলে অক্টোবরের ৯ তারিখের পর যেকোনও দিন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যেতে পারে বেসরকারি বাস মালিকদের সবকটি সংগঠন, মিনিবাস এবং ট্যাক্সি সংগঠন। এরফলে ৩৭ হাজার বাস, ৩ হাজার মিনিবাস এবং ৩৩ হাজার ট্যাক্সি পথে নামবে না।

.