বাড়ল বাস, মিনিবাস, ট্যাক্সির ভাড়া

শহরে বাড়ল বাস, মিনিবাস , ট্যাক্সির ভাড়া। কিন্তু পরিসেবা রয়ে গেল সেই তিমিরেই। বর্ধিত ভাড়া নিয়ে সাধারণ মানুষ উদ্বেগপ্রকাশ করলেও অনেকেই মেনে নিয়েছিলেন এই ভেবে যে পরিসেবায় উন্নতি আসবে। কিন্তু কোথায় কি! কলকাতা রয়ে গেল কলকাতাতেই। বা বলা ভাল কলকাতার বাস-মিনিবাস-ট্যাক্সির পরিসেবা রয়ে গেল সেই আদিম যুগেই। এখনও সেই বাদুরঝোলা হয়ে বাসে ওঠা, ওভারটেকের কায়দা বাজির খেলা, পছন্দ মত রুট না পেলে যাত্রী প্রত্যাখান। সব কিছুই চলছে আগের মতন। 

Updated By: Nov 1, 2012, 10:18 AM IST

শহরে বাড়ল বাস, মিনিবাস , ট্যাক্সির ভাড়া। কিন্তু পরিসেবা রয়ে গেল সেই তিমিরেই। বর্ধিত ভাড়া নিয়ে সাধারণ মানুষ উদ্বেগপ্রকাশ করলেও অনেকেই মেনে নিয়েছিলেন এই ভেবে যে পরিসেবায় উন্নতি আসবে। কিন্তু কোথায় কি! কলকাতা রয়ে গেল কলকাতাতেই। বা বলা ভাল কলকাতার বাস-মিনিবাস-ট্যাক্সির পরিসেবা রয়ে গেল সেই আদিম যুগেই। এখনও সেই বাদুরঝোলা হয়ে বাসে ওঠা, ওভারটেকের কায়দা বাজির খেলা, পছন্দ মত রুট না পেলে যাত্রী প্রত্যাখান। সব কিছুই চলছে আগের মতন।  
আজ থেকে বাড়ল বাস, মিনিবাস ও ট্যাক্সির ভাড়া। ২০০৯ সালের পর অবশেষে পরিবহণ ক্ষেত্রে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন বাসে উঠলেই দিতে হবে ৫ টাকা। যাওয়া যাবে ৩ কিলোমিটার। মিনিবাসের ক্ষেত্রে নূন্যতম ভাড়া হচ্ছে ৬ টাকা। ট্যাক্সিতে উঠলে প্রথম দুই কিলোমিটারের জন্য দিতে হবে ২৫ টাকা। তবে ভাড়া বাড়ালেও পরিবর্তন করা হয়েছে যাত্রাপথের দূরত্ব। তাই আখেরে এই ভাড়া বৃদ্ধি কতটা স্বস্তি দেবে পরিবহণশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এর আগে দুহাজার নয় সালে বাস, মিনিবাস ও ট্যাক্সির ভাড়া বেড়েছিল। এরপর বেশ কয়েক দফায় ডিজেলের দাম বাড়লেও ভাড়া বাড়ানো হয়নি। দীর্ঘদিন ধরেই  ভাড়াবৃদ্ধির দাবি জানিয়ে আসছিল বাস, মিনিবাস ও ট্যাক্সি সংগঠনগুলি।
অবশেষে লক্ষ্মীপুজোর পর ভাড়া বাড়াল সরকার। বর্ধিত ভাড়ার যে তালিকা দেওয়া হয়েছে তা এই রকম    বাসে উঠলেই প্রথম ৩ কিলোমিটারের জন্য ৫ টাকা ভাড়া দিতে হবে। মিনিবাসের ক্ষেত্রে প্রথম তিন কিলোমিটারের জন্য দিতে হবে ৬ টাকা ৩ কিলোমিটারের পর থেকে ৬ কিলোমিটার পর্যন্ত বাস ও মিনিবাসের ভাড়া বেড়ে হচ্ছে ৭ টাকা ৬ কিলোমিটারের বেশি থেকে ১০ কিলোমিটার পর্যন্ত বাস ও মিনিবাসের ভাড়া বেড়ে হচ্ছে ৮ টাকা ১০ কিলোমিটারের বেশি থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য বাস ও মিনিবাসের যাত্রীদের দিতে হবে ৯ টাকা করে ১৬ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি ৩ কিলোমিটারে এক টাকা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে ট্যাক্সিতে উঠলে ২৫ টাকায় যাওয়া যাবে প্রথম দুই কিলোমিটার। এরপর পরবর্তী প্রতি ২০০ মিটারের জন্য দিতে হবে ২ টাকা ৪০ পয়সা করে

তবে ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তে খুশি নয় বেসরকারি পরিবহণ মালিকরা। তাঁদের বক্তব্য, ২০০৯-এর অগস্ট মাস থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত ডিজেলের দামবৃদ্ধি হয়েছে ৪৫ শতাংশ। সেই তুলনায় বাস ভাড়া বাড়ানো হল ২৫ শতাংশ, মিনিবাসের ভাড়া ২০ শতাংশ এবং ট্যাক্সির ভাড়া ১৫ শতাংশ বাড়ানো হল। এই বৃদ্ধির ফলে তাঁরা ক্ষতি পূরণ করতে পারবেন না বলে জানিয়েছেন পরিবহণ মালিকরা। ২০০৯ সালে ভাড়া বৃদ্ধির সময় কিন্তু বাস ও মিনিবাসের দূরত্বের স্টেজ ছিল ভিন্ন। এবার কিন্তু বাস ও মিনিবাসের দূরত্বের স্টেজ এক করে দেওয়া হয়েছে। সেইসময় বর্ধিত বাস ভাড়ার তালিকা ছিল এইরকম:
 
প্রথম ৪ কিলোমিটারের জন্য বাস ভাড়া ছিল ৪ টাকা
৪ কিলোমিটারের বেশি থেকে ১২ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ৬ টাকা
১২ কিলোমিটারের বেশি থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ৭ টাকা
২০ কিলোমিটারের বেশি থেকে ২৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ৮ টাকা
 

মিনিবাস ভাড়ার তালিকা ছিল এই রকম,
 
প্রথম দুই কিলোমিটারের জন্য ৫ টাকা
 দুই কিলোমিটারের বেশি থেকে ৬ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ৬ টাকা
৬ কিলোমিটারের বেশি থেকে ১০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ৭ টাকা
১০ কিলোমিটারের বেশি থেকে ১৮ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ৮ টাকা
১৪ কিলোমিটারের বেশি থেকে ১৮ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ৯ টাকা
১৮ কিলোমিটারের বেশি থেকে ২২ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ১০ টাকা
২২ কিলোমিটারের বেশি থেকে ২৬ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল এগারো টাকা
 
তাই সব মিলিয়ে সরকার ভাড়া বাড়ালেও দুহাজার নয় সালের নিরিখে দূরত্বের স্টেজ বদলে যাওয়ায় পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা কতটা লাভবান হবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
 

.