চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বাস কন্ডাক্টর

চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন বাস কন্ডাক্টর

Updated By: Aug 31, 2014, 09:41 AM IST
চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বাস কন্ডাক্টর

ওয়েব ডেস্ক: চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন বাস কন্ডাক্টর।  গ্রেফতার করা হয়েছে কন্ডাক্টরের এক সঙ্গীকেও। গড়িয়া স্টেশন থেকে কলকাতা স্টেশনগামী ওই বাসে বেশ কয়েকজন মহিলার উদ্দেশে কটূক্তি করে বাস কন্ডাক্টর।   অভিযোগ, প্রতিবাদ করলে তাঁদের ধর্ষণের হুমকি দেয় বাস কন্ডাক্টর ও তার সঙ্গী। ঘটনার পর বাসে ভাঙচুর চালান উত্তেজিত যাত্রীরা। অভিযোগ দায়ের হয়েছে মানিকতলা থানায়।

শনিবার সন্ধ্যায় গড়িয়া স্টেশন থেকে কলকাতা স্টেশন আসছিল একটি বেসরকারি বাস। অভিযোগ, বাসে ওঠার পর থেকেই কয়েকজন মহিলার উদ্দেশে কটূক্তি করে বাস কন্ডাক্টর ও তার সঙ্গী। মহিলারা প্রতিবাদ করলে তাদের ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

বাস উল্টোডাঙায় এলে উত্তেজিত যাত্রীরা বাসে ভাঙচুর চালান। বাস কন্ডাক্টর ও তার সঙ্গীর বিরুদ্ধে  মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পরেই পালিয়ে যায় বাস কন্ডাক্টর ও চালক। পরে কন্ডাক্টরকে গ্রেফতার করে পুলিস। গ্রেফতার করা হয় তার সঙ্গীকেও।

.