শ্যামবাজারে মুখোমুখি সংঘর্ষ ২টি বাসের, আহত ২৭ জন
শহরের প্রাণকেন্দ্র শ্যামবাজারে মুখোমুখি সংঘর্ষ ২টি বাসের। আহত ২৭ জন। গুরুতর আহত ২ বাসের চালক সহ ৩জন। গত সপ্তাহে আলিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যেই ফের বড় সড় দুর্ঘটনার সাক্ষী হল এশহর।R G KAR-এর আগে ব্রিজ পেরিয়েই মুখোমুখি ধাক্কা খেল ২২৭রুটের ২টি বাস। ১টি বাস যাচ্ছিল শ্যামবাজারের দিকে। অন্যটি যাচ্ছিল বাঙুরের দিকে। শ্যামবাজারগামী ২২৭ নম্বর বাসটি নিয়ম ভেঙে ডানদিক দিয়ে ওভারটেক করতে যায়। সেসময়ই উল্টোদিক থেকে এসে পড়ে বাঙুরগামী ২২৭ রুটের অন্য বাসটি। মুখোমুখি সংঘর্ষ হয় ২টি বাসে।দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। বাসে তখন ভালই ভিড়। আহত হন ২ বাসেরই অনেক যাত্রী। এমন একটা দুর্ঘটনায় হকচকিয়ে যান পথচলতি মানুষ।
ওয়েব ডেস্ক: শহরের প্রাণকেন্দ্র শ্যামবাজারে মুখোমুখি সংঘর্ষ ২টি বাসের। আহত ২৭ জন। গুরুতর আহত ২ বাসের চালক সহ ৩জন। গত সপ্তাহে আলিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যেই ফের বড় সড় দুর্ঘটনার সাক্ষী হল এশহর।R G KAR-এর আগে ব্রিজ পেরিয়েই মুখোমুখি ধাক্কা খেল ২২৭রুটের ২টি বাস। ১টি বাস যাচ্ছিল শ্যামবাজারের দিকে। অন্যটি যাচ্ছিল বাঙুরের দিকে। শ্যামবাজারগামী ২২৭ নম্বর বাসটি নিয়ম ভেঙে ডানদিক দিয়ে ওভারটেক করতে যায়। সেসময়ই উল্টোদিক থেকে এসে পড়ে বাঙুরগামী ২২৭ রুটের অন্য বাসটি। মুখোমুখি সংঘর্ষ হয় ২টি বাসে।দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। বাসে তখন ভালই ভিড়। আহত হন ২ বাসেরই অনেক যাত্রী। এমন একটা দুর্ঘটনায় হকচকিয়ে যান পথচলতি মানুষ।
আরও পড়ুন হাওড়া স্টেশনে হামলার হুমকি, হুমকি খোদ মুখ্যমন্ত্রীকে খুন করার!
আহতদের বেশিরভাগকেই প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। গুরুতর জখম হন ২ বাসের চালকই। তাঁদের বাসের কেবিন কেটে উদ্ধার করতে হয়। চালক ২জনের নাম শম্ভুনাথ ঝা এবং মিঠুন মণ্ডল। তাঁরা RG KAR হাসপাতালে ভর্তি। গুরুতর আহত বাসের যাত্রী দেবব্রত বাগচিকে নিউরো সায়েন্সে স্থানান্তর করা হয়।যেখানে বারবার সেফ ড্রাইভের কথা বলছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সেখানে দিনে দুপুরে ২-২টি বাস কীভাবে মুখোমুখি ধাক্কা খেল। তা নিয়ে প্রশ্ন উঠছেই।
আরও পড়ুন বিরাট এবার প্রশংসা পেলেন আরও মারকুটে ব্যাটসম্যানের থেকে!