কেন্দ্রে তৃতীয় ফ্রন্ট সরকার গঠনে আত্মবিশ্বাসী বুদ্ধদেব ভট্টাচার্য

কেন্দ্রে তৃতীয় ফ্রন্টের সরকার গড়ে তোলা সম্ভব। আত্মবিশ্বাসী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২৪ ঘণ্টার স্টুডিওয় তিনি বলেন, কংগ্রেস ও বিজেপির মিলিত ভোট কখনই ৫০ শতাংশের ওপরে ওঠেনি। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষই ওই দুই দলের বিরোধী। তাই তৃতীয় ফ্রন্টের বিকল্প নীতি ঠিকভাবে বোঝাতে পারবে ওই অংশের মানুষের ভোট পাওয়া যাবে বলে আশাপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "রাজ্যের মানুষকে যতটা চিনি, তাকে মেনে নেবেন না মানুষ। কংগ্রেস নয় বিজেপি নয়। বিকল্প চাইছেন রাজ্যের মানুষ।"

Updated By: Apr 4, 2014, 09:47 PM IST

কেন্দ্রে তৃতীয় ফ্রন্টের সরকার গড়ে তোলা সম্ভব। আত্মবিশ্বাসী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২৪ ঘণ্টার স্টুডিওয় তিনি বলেন, কংগ্রেস ও বিজেপির মিলিত ভোট কখনই ৫০ শতাংশের ওপরে ওঠেনি। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষই ওই দুই দলের বিরোধী। তাই তৃতীয় ফ্রন্টের বিকল্প নীতি ঠিকভাবে বোঝাতে পারবে ওই অংশের মানুষের ভোট পাওয়া যাবে বলে আশাপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "রাজ্যের মানুষকে যতটা চিনি, তাকে মেনে নেবেন না মানুষ। কংগ্রেস নয় বিজেপি নয়। বিকল্প চাইছেন রাজ্যের মানুষ।"

সিপিআইএম-কংগ্রেস-বিজেপি আঁতাঁত নিয়ে বারে বারে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। এবার এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২৪ ঘণ্টার স্টুডিওয় তিনি বলেন, "এনডিএর সঙ্গে জোট বাঁধা যে ভুল হয়েছে, তা একবারও স্বীকার করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।" এমনকী ভবিষ্যতে যে তিনি বিজেপির সঙ্গে যাবেন না তারও নিশ্চয়তা দেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতালোভী। তিনি নীতি আদর্শের ধার ধারেন না।

রাজ্যে সমাজবিরোধীদের সরকার চলছে। ২৪ ঘণ্টার স্টুডিওয় বললেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধের কিছু ঘটনা বাম আমলেও হয়েছে। কিন্তু, সেইসব শক্তিকে দমিয়ে রাখতে সক্ষম হয়েছিল বামেরা। নাম না করেই অনুব্রত প্রসঙ্গও টেনে এনেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ওই ইস্যুতে মুখ্যমন্ত্রীর সমালোচনাও করেছেন। তিনি বলেন, "মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। মহিলাদের ওপর আক্রমণ বাড়ছেই। অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।"

.