প্রয়াত প্রাক্তন মেয়রকে শেষ শ্রদ্ধা বুদ্ধদেব ভট্টাচার্য্যের

প্রয়াত প্রাক্তন মেয়র কমলকুমার বসুর বলরাম ঘোষ স্ট্রিটের বাড়িতে গিয়ে আজ শেষ শ্রদ্ধা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।  আজ তাঁর মরণোত্তর দেহ দান করা হবে।

Updated By: Jan 22, 2013, 12:12 PM IST

প্রয়াত প্রাক্তন মেয়র কমলকুমার বসুর বলরাম ঘোষ স্ট্রিটের বাড়িতে গিয়ে আজ শেষ শ্রদ্ধা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।  আজ তাঁর মরণোত্তর দেহ দান করা হবে।
এরপর পল্লিমঙ্গল সোসাটি, সুতানটি পরিষদ, ফেডারেশন হল কলকাতা হাইকোর্ট,  কলকাতা পুরসভা হয়ে দেহ নিয়ে যাওয়া হবে সিপিআইএম সদর দফতর মুজফ্ফর আহমেদ ভবনে। প্রাক্তন মেয়রের দেহ দান করা হবে এনআরএস মেডিক্যাল কলেজে। গতকাল বেলা একটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মেয়র কমলকুমার বসু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। গত ১০ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মেয়রকে। সেরিব্রো ভাসকুলার নিউমোনিয়া সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। কোমায় চলে গিয়েছিলেন তিনি।
১৯৫২ সালে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন কমল কুমার বসু। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কলকাতা পুরসভার মেয়র ছিলেন তিনি। দীর্ঘদিন রাজ্য স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন।

.