এবার বুদ্ধর তোপের মুখে মুখ্যমন্ত্রী

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্কের ঝড়ের মধ্যেই তাঁকে সমালোচনায় বিঁধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বিচারব্যবস্থা নিয়ে কথা বলছে রাজ্য সরকার। অথচ দুষ্কৃতী, সমাজবিরোধীরা ঘুরে বেড়াচ্ছে অবাধে, পুলিস তাদের গ্রেফতার করতে পারছে না।

Updated By: Aug 16, 2012, 10:21 PM IST

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্কের ঝড়ের মধ্যেই তাঁকে সমালোচনায় বিঁধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বিচারব্যবস্থা নিয়ে কথা বলছে রাজ্য সরকার। অথচ দুষ্কৃতী, সমাজবিরোধীরা ঘুরে বেড়াচ্ছে অবাধে, পুলিস তাদের গ্রেফতার করতে পারছে না। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে, বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তব্য, এরাজ্যের কোনও সাধারণ মানুষই সুরক্ষিত নন।
টাকা দিয়ে বিচার কেনা যায়। গত ১৪ অগাস্ট বিধানসভায় দাঁড়িয়ে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান বিচারবিভাগের প্রতি অনাস্থা প্রকাশ করায় সমালোচনার ঝড় ওঠে রাজ্যজুড়ে। প্রতিবাদ জানায় সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনও। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের সমালোচনায় এবার সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তীব্র সমালোচনা করে  প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তিনি বলেন বিচারব্যবস্থা নিয়ে কথা বলছে রাজ্য সরকার। অথচ সমাজবিরোধীদের গ্রেফতার করতে পারছে না।
আর্থিকভাবে রাজ্য পিছোচ্ছে বলেও মন্তব্য করেন বুদ্ধদেব ভট্টাচার্য। যা শিল্প হয়েছে আগের সরকারের আমলে। গত একবছরে রাজ্যে কোনও শিল্প আসেনি বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যে সংবাদপত্রের স্বাধানীতা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সংবাদপত্রের স্বাধীনতা সরকারি বিজ্ঞাপনের চোখরাঙানির সামনে প়ডছে বলেও মন্তব্য করেন। সিপিআইএমের সাপ্তাহিক পত্রিকা দেশহিতৈষির ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বসু, সীতারাম ইয়েচুরি সহ অন্যান্য  নেতানেত্রীরা।  

.