পার্টি কংগ্রেসের সাফল্য কামনা করে বার্তা পাঠালেন বুদ্ধদেব

শারীরিক অসুস্থতার কারণে কোঝিকোড়ে দলের বিশতম কংগ্রেসে আসতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য। পার্টি কংগ্রেসের সাফল্য কামনা করে একটি বার্তা পাঠিয়েছেন তিনি। যে বার্তাটি সম্মেলন শুরু হওয়ার প্রথমে পড়ে শোনান সাধারণ সম্পাদক প্রকাশ কারাত।

Updated By: Apr 4, 2012, 10:31 PM IST

শারীরিক অসুস্থতার কারণে কোঝিকোড়ে দলের বিশতম কংগ্রেসে আসতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য। পার্টি কংগ্রেসের সাফল্য কামনা করে একটি বার্তা পাঠিয়েছেন তিনি। যে বার্তাটি সম্মেলন শুরু হওয়ার প্রথমে পড়ে শোনান সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। বার্তায় তিনি লিখেছেন বিশতম পার্টি কংগ্রেস দেশের বাম আন্দোলনকে নতুন পথ দেখাতে পারবে এ ব্যাপারে তিনি নিশ্চিত। বুদ্ধবাবু অনুপস্থিত থাকলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় প্রতিনিধিদের অন্যতম আলোচনার বিষয় ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে যেসমস্ত প্রতিনিধিরা কোঝিকোড়ে গেছেন তাদের কাছ থেকেই অন্যান্য রাজ্য থেকে আসা প্রতিনিধিরা বুদ্ধদেব বাবুর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন।
পার্টি কংগ্রেসে যে বার্তাটি বুদ্ধদেব ভট্টাচার্য পাঠিয়েছেন তাতে তিনি লিখেছেন, "সিপিআইএমের বিশতম কংগ্রেস দেশের বাম আন্দোলনকে নতুন রাস্তা দেখাবে। পশ্চিমবঙ্গ এবং গোটা দেশে বাম আন্দোলনকে শক্তিশালী করতে সাহায্য করবে কোঝিকোড় কংগ্রেস।"
 
পার্টি কংগ্রেসে শুরু হওয়ার আগে ২৪ ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাত্কারে বুদ্ধদেব ভট্টাচার্য বলেন কোঝিকোড়ে এই সর্বোচ্চ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে অসুস্থতার কারণে দলের বেশকয়েকটি পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য। আর সেই কারণেই সর্বোচ্চ কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।

.