মূল্যবৃদ্ধির ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব বুদ্ধদেব, সূর্যকান্ত

মূল্যবৃদ্ধি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্ররা। তাঁদের অভিযোগ, দাম বাড়লে মুখ্যমন্ত্রী টুইট করেন, ফেসবুকে প্রতিবাদও জানান। কিন্তু দাম কমানোর কোনও উদ্যোগ নেই সরকারের। জিনিসপত্রের দাম কমাতে কী উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা মানুষকে জানান। শনিবার রাজ্য সরকারকে এমনই চ্যালেঞ্জ জানালেন বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্ররা।

Updated By: Aug 31, 2013, 09:08 PM IST

মূল্যবৃদ্ধি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্ররা। তাঁদের অভিযোগ, দাম বাড়লে মুখ্যমন্ত্রী টুইট করেন, ফেসবুকে প্রতিবাদও জানান। কিন্তু দাম কমানোর কোনও উদ্যোগ নেই সরকারের। জিনিসপত্রের দাম কমাতে কী উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা মানুষকে জানান। শনিবার রাজ্য সরকারকে এমনই চ্যালেঞ্জ জানালেন বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্ররা।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মন্তব্য করেন`টাস্ক ফোর্সের সদস্যরা জানেন না তাদের কী কাজ`। তোলাবাজরা পশ্চিমবঙ্গে এখন একটি নতুন রাজনৈতিক শক্তি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
 
সূর্যকান্ত মিশ্র বললেন `উনি টাস্ক ফোর্স তৈরি করেছেন, তারা চালের দামের চেয়ে মুরগির দাম নিয়ে চিন্তিত।` শুধু কর নয়, ফুচকাওয়ালার থেকেও তোলা তুলছে তৃণমূল বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা। মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেন `মুখ্যমন্ত্রী বাজারে গেলে জিনিসের দাম বাড়ে। আর হাসপাতালে গেলে শিশুমৃত্যু বাড়ে।`
 

 

.