রাজ্যসভার ভোটে বিকিয়ে যাওয়াদের বিরুদ্ধে রোশ ফুঁসল ব্রিগেড

রাজ্য সভা ভোটে বিকিয়ে যাওয়া তিন বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বামেদের ব্রিগেড। শুধুমাত্র মাত্র নেতারাই নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকরাও ক্ষোভ উগরে দিলেন দশরথ তিরকে, অনন্ত দেব অধিকারী এবং সুনীল মণ্ডলদের বিরুদ্ধে।

Updated By: Feb 9, 2014, 06:03 PM IST

রাজ্য সভা ভোটে বিকিয়ে যাওয়া তিন বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বামেদের ব্রিগেড। শুধুমাত্র মাত্র নেতারাই নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকরাও ক্ষোভ উগরে দিলেন দশরথ তিরকে, অনন্ত দেব অধিকারী এবং সুনীল মণ্ডলদের বিরুদ্ধে।

রাজ্য সভায় ক্রস ভোটিং করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিন বাম বিধায়ক। দুদিন আগের সেই ধাক্কাকে কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ ছিল বামেদের ব্রিগেড সমাবেশে। ঠিক দুদিন আগে যারা দলের বিধায়ক ছিলেন তাঁদেরই এদিন বিশ্বাস ঘাতক তকমা দিল ব্রিগেড সমাবেশ।

রাজ্য সভায় ভোট কেনা বেচার জন্য এদিন সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দলের দুই বিধায়ক দশরথ তিরকে, অনন্ত দেব অধিকারীকে বহিস্কার করার সিদ্ধান্ত আগেই নিয়েছে আর এসপি। দলের নেতা ক্ষিতি গোস্বামী র অভিযোগ চিট ফান্ডের টাকাতেই বিধায়ক কেনাবেচা করেছে তৃণমূল। ফ্রন্ট ছেড়ে তিন বিধায়ক চলে গেলেও এদিনের ব্রিগেড সমাবেশে ফ্রন্ট ঐক্যেরই বার্তা দিয়েছেন সমর্থকরা।

.