ভবানীপুরকান্ডের মূল অভিযুক্ত জগন্নাথ সাউকে গ্রেফতারের নির্দেশ
চব্বিশ ঘণ্টার খবরের জেরে অবশেষে টনক নড়ল প্রশাসনের। ভবানীপুর কাণ্ডে মূল অভিযুক্ত জগন্নাথ সাউকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে। সরিয়ে দেওয়া হয়েছে ভবানীপুর থানার তিন পুলিসকর্মীকে।
Updated By: Nov 9, 2011, 09:31 PM IST
চব্বিশ ঘণ্টার খবরের জেরে অবশেষে টনক নড়ল প্রশাসনের। ভবানীপুর কাণ্ডে মূল অভিযুক্ত জগন্নাথ সাউকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে। সরিয়ে দেওয়া হয়েছে ভবানীপুর থানার তিন পুলিসকর্মীকে। রবিবার বিসর্জনের মিছিল ঘিরে ভবানীপুরে পুলিস-জনতা খণ্ডযুদ্ধ ক্রমে রণক্ষেত্রের আকার নেয়। ঘটনাস্থল মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্ব। উপস্থিত হন খোদ মুখ্যমন্ত্রী। অভিযোগ, তারপরই আটকদের ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়। সেদিনের এক্সক্লুসিভ ছবি এসে পৌঁছয় আমাদের হাতে। স্পষ্ট হয়ে যায় কীভাবে পুলিসকে প্ররোচনা করা হয়েছিল সেদিন।
Tags: