সুরেন্দ্রনাথে ক্লাস চালু করতে নির্দেশ শিক্ষামন্ত্রীর

শুক্রবার থেকে ফের শুরু হচ্ছে সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের পঠনপাঠন। বৃহস্পতিবার কলেজটিতে পঠনপাঠন চালু করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ১৫ মে পর্যন্ত কলেজে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।

Updated By: May 3, 2012, 05:58 PM IST

শুক্রবার থেকে ফের শুরু হচ্ছে সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের পঠনপাঠন। বৃহস্পতিবার কলেজটিতে পঠনপাঠন চালু করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ১৫ মে পর্যন্ত কলেজে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। বিশৃঙ্খলার পরিবেশ নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে জানালেও সমস্যার সুরাহা হয়নি বলেও অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। ফলে কলেজে স্বাভাবিক পঠনপাঠনের পরিবেশ না-থাকায় বুধবার এই সিদ্ধান্ত নেন সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষ। শিক্ষামম্ত্রীর আশ্বাসে শুক্রবার থেকে কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ।

.