আতঙ্ক অব্যাহত, সোমবার স্যাকরা পাড়া লেনে ফের ভেঙে পড়ল বাড়ি
জানা গিয়েছে, আগেই ভেঙে গিয়েছিল বাড়িটির পেছনের অংশ, ধসে গিয়েছিল সিঁড়ি। আজ সকালে ভেঙে পড়ে সম্পূর্ণ বাড়িটিই।
নিজস্ব প্রতিবেদন: আতঙ্ক যেন কিছুতেই কাটছে না। বউবাজার যেন এখন এক সভ্যতার ধ্বংসাবশেষ মাত্র। সোমবার সকালে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্যাকরা পাড়া লেনের একটি বাড়ি। আগে থেকেই বিপজ্জনক বাড়ির তালিকায় রাখা হয়েছিল স্যাকরা পাড়া লেনের এই বাড়িটিও। জানা গিয়েছে, আগেই ভেঙে গিয়েছিল বাড়িটির পেছনের অংশ, ধসে গিয়েছিল সিঁড়ি। আজ সকালে আচমকাই ভেঙে পড়ে সম্পূর্ণ বাড়িটিই।
রবিবার কেএমআরসিএলের তরফে জানানো হয়েছিল দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা ছাড়পত্র দিয়েছেন, সোমবার থেকে শুরু হবে এলাকার বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলার কাজ। এ দিন সেইমতোই এল ম্যান পাওয়ার মেশিন। দুর্গা পিতুরি লেনে যখন বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে ঠিক তখনই স্যাকরা পাড়া লেন সাক্ষী হল আরও এক বিপর্যয়ের।
বাড়ির মালিক ভবানী সেন জানিয়েছে, বাড়ি থেকে কোনও জিনিসই নিতে পারেননি তাঁরা। ২০১৪ সালে মৃত্যু হয় তাঁর স্বামীর। এরপর ছেলেকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন ভবানী সেন। একমাত্র সহায় সম্বল বাড়িটি ভেঙে পড়ায় কার্যত মাথায় বাজ পড়েছে তাঁর। ২০২০-তে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে ভবানী সেনের ছেলে অথচ বইপত্র কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: সম্মতি মিলেছে বাসিন্দাদের, কাল থেকেই শুরু হবে বউবাজারে বাড়ি ভাঙার কাজ
তিনি আরও জানান, গত সপ্তাহে ১০ মিনিটের জন্য বাড়িতে ঢোকার অনুমতি মিললেও বাড়ির অবস্থা অত্যন্ত সঙ্গীন হওয়ার কারণে এদিন বাড়িতে ঢোকা সম্ভব হয়নি কারও পক্ষেই। কাজেই বাড়ি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়েছে শেষ সম্বলটুকুই। সবমিলিয়ে এখন স্বপ্নভঙ্গের আর্তনাদ বউবাজার জুড়ে। ভবিষ্যত কী জানা নেই কারও। কার্যত অনিশ্চয়তায় দিন কাটছে আশ্রয়হীনদের।