দমদম বিমানবন্দরে বোমাতঙ্ক
খালি প্যাকেট ঘিরে বোমাতঙ্ক ছড়াল দমদম বিমানবন্দরে। আজ সকালে বিমানবন্দরের ২ নম্বর ডিপার্টচার গেটের সামনে একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন এক যাত্রী। খবর যায় পুলিস ও সিআইএসএফ-এ। কিছুক্ষণের মধ্যে পৌঁছয় বম স্কোয়াড। গোটা চত্বর ব্যারিকেড করে দেওয়া হয়। প্যাকেটটি পরীক্ষা করে দেখেন বম স্কোয়াডের বিশেষজ্ঞরা।
খালি প্যাকেট ঘিরে বোমাতঙ্ক ছড়াল দমদম বিমানবন্দরে। আজ সকালে বিমানবন্দরের ২ নম্বর ডিপার্টচার গেটের সামনে একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন এক যাত্রী। খবর যায় পুলিস ও সিআইএসএফ-এ। কিছুক্ষণের মধ্যে পৌঁছয় বম স্কোয়াড। গোটা চত্বর ব্যারিকেড করে দেওয়া হয়। প্যাকেটটি পরীক্ষা করে দেখেন বম স্কোয়াডের বিশেষজ্ঞরা।
শেষপর্যন্ত, বিস্ফোরক মেলেনি। প্যাকেট থেকে কয়েকটি মোবাইল ফোন উদ্ধার হয়। কে বা কারা কী উদ্দেশে মোবাইলগুলি ওখানে রেখে গিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিস। বোমাতেঙ্কের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় বিমান বন্দর চত্ত্বরে। প্যাকেট ঘিরে রাখে পুলিস। সাধারণ মানুষের গতিবিধিও নিয়ন্ত্রিত হয় খানিকক্ষণের জন্য।