কালীঘাট হাইস্কুলের উলটোদিকেই রাস্তায় পড়ে দেহ, পুলিসের ভূমিকায় ক্ষোভ

কালীঘাট হাইস্কুলের উল্টোদিকের একটি বাড়ির সামনে দেহটি পড়েছিল। 

Updated By: Aug 5, 2019, 01:15 PM IST
কালীঘাট হাইস্কুলের উলটোদিকেই রাস্তায় পড়ে দেহ, পুলিসের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদন: অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কালীঘাট থানা এলাকার ১৬১ নম্বর কালীঘাট রোড।

 

কালীঘাট হাইস্কুলের উল্টোদিকের একটি বাড়ির সামনে দেহটি পড়েছিল। বাড়ি মালিকের দাবি, সকাল ৭টা ১০ মিনিট নাগাদ তিনি দেহটি পড়ে থাকতে দেখেন। যদিও স্থানীয়দের দাবি, রবিবার মধ্যরাত থেকেই পড়েছিল দেহটি।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীঘাট থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় কোনও সিসিটিভি নেই। সেক্ষেত্রে তদন্তে বেগ পেতে হচ্ছে পুলিসকে।

গঙ্গারামপুরের অনাস্থা প্রস্তাবের ওপর ভোট আজই, চেয়ারম্যানের আর্জি খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট

স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাতে পুলিসি টহলদারি হয় না বললেই চলে। রাত হলেই সমাজবিরোধীরা এলাকায় দাঁপিয়ে বেড়ায় বলে অভিযোগ। এর আগেও নিরাপত্তার দাবিতে স্মারকলিপি জমা পড়েছে থানায়। কিন্তু পরিস্থিতি বদলায়নি।

ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, খুন করেই ফেলে রাখা হয়েছে তাঁকে। পুলিসের ভূমিকায় এদিন ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।

 

 

.