‘পদ অর্থের বিনিময়ে অন্য দল থেকে আসা লোকের কাছে বিকোচ্ছে’, বিক্ষুব্ধ দমদমের বিজেপি কর্মীরা

আরও অভিযোগ, এই নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জানানো হলে তিনি গুরুত্ব দেয়নি।

Updated By: Sep 23, 2020, 02:05 PM IST
‘পদ অর্থের বিনিময়ে অন্য দল থেকে আসা লোকের কাছে বিকোচ্ছে’,  বিক্ষুব্ধ দমদমের বিজেপি কর্মীরা
ফাইল চিত্র

 নিজস্ব প্রতিবেদন:  দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবার সরব হলেন দমদমের বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ,  দলীয় পদ অর্থের বিনিময়ে অন্য দল থেকে আসা লোকদের তুলে দিচ্ছে বর্তমান নেতৃত্ব। পুরনো কর্মীদের বঞ্চনা করে অর্থের জন্য জেলা সভাপতি কিশোর কর অন্য দল থেকে আসাদের রাতের অন্ধকারে পদে বসাচ্ছে।

আরও অভিযোগ, এই নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জানানো হলে তিনি গুরুত্ব দেয়নি। এরই প্রতিবাদে আজ দমদমের ছাতাকলে দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয় পুরনো বিজেপি কর্মীরা। এমনকি দলীয় পোস্টার ও ফ্ল্যাগ খুলে ফেলে দেন তাঁরা।

শীত আসছে! করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় নজিরবিহীন সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরে  

তাদের আরও দাবি,  অটলবিহারী বাজপেয়ী,  লালকৃষ্ণ আদবানি,  তপন শিকদারদের দেখে বিজেপি করতেন তাঁরা। কিন্তু বর্তমান বিজেপি অর্থের বিজেপি হয়ে গেছে। তাই তাঁরা এর প্রতিবাদ জানাচ্ছে।

Tags:
.