তৃণমূলের বিরোধিতায় জোটের পাশেই আছে বিজেপি, জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

তৃণমূলের বিরোধিতায় জোটের পাশেই বিজেপি। বিধানসভায় মানুষের আওয়াজ বিজেপি তুলে ধরবে। এর জন্য যদি জোটের সঙ্গে হাত মেলাতে হয়, তা মেলাতেও তৈরি তাঁর দল। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি ও বিধায়ক দিলীপ ঘোষের।

Updated By: May 30, 2016, 02:14 PM IST
তৃণমূলের বিরোধিতায় জোটের পাশেই আছে বিজেপি, জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

ওয়েব ডেস্ক: তৃণমূলের বিরোধিতায় জোটের পাশেই বিজেপি। বিধানসভায় মানুষের আওয়াজ বিজেপি তুলে ধরবে। এর জন্য যদি জোটের সঙ্গে হাত মেলাতে হয়, তা মেলাতেও তৈরি তাঁর দল। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি ও বিধায়ক দিলীপ ঘোষের।

দিলীপ ঘোষের এমন মন্তব্যের পর কে কী বললেন--

লড়াই আগে শুরু হোক। তারপর তো দেখা যাবে কে নাটক করছে কে আসল ? প্রতিক্রিয়া কংগ্রেস নেতা আব্দুল মান্নানের।

রাজ্য সরকার যখন জনবিরোধী বিল আনবে, তখন বোঝা যাবে আসলে বিজেপি কার পাশে। প্রতিক্রিয়া কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তীর।

দিলীপ ঘোষতো তৃণমূলের ভোটে জিতেছেন। তাঁর সঙ্গে কীভাবে লড়াই? প্রতিক্রিয়া সিপিএম নেতা মহঃ সেলিমের। ভোটে তৃণমূল বিজেপিকে সুযোগ করে দিয়েছে। তারপর রাজ্য বিজেপি সভাপতির  আজকের মন্তব্য মূল্যহীন। বললেন সিপিএম সাংসদ সুজন চক্রবর্তীর।

বিধানসভার ভিতরে বাম-কং জোটের সঙ্গে বিজেপিও হাত মেলালে শাসকদলের চিন্তার কিছু নেই। মন্তব্য তৃণমূল বিধায়ক তাপস রায়ের। 

.