WB By-Poll: লড়াই শুরু! বুধবার Mamata-র বুথে প্রচারে BJP-র নয়া রাজ্য সভাপতি
ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রচার শুরু সুকান্ত মজুমদারের।
নিজস্ব প্রতিবেদন: দায়িত্ব নেওয়ার পর রাজ্যের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। আগামিকাল, বুধবার সকালে ভবানীপুরে প্রচার নামছেন বিজেপি-র নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাও আবার খোদ তৃণমূলনেত্রীর বুথ মিত্র ইনস্টিটিউশনে!
দিলীপ ঘোষের রাজ্য সভাপতি কে হবেন? দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল গেরুয়াশিবিরে। শেষপর্যন্ত দিলীপের 'সুপারিশে'ই শিলমোহর দিল দলের কেন্দ্রীয় নেতৃত্ব। ২০১৯ লোকসভা ভোটের আগে ক'জনইবা তাঁর নাম জানতেন? রাজ্য বিজেপিতে এবার গুরুদায়িত্ব পেলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। গতকালই তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। এদিন সকাল কলকাতায় এসে দিলীপ ঘোষের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি।
আরও পড়ুন: Sukanta Majumdar: বালুরঘাটের ‘বুবুন’ আজ রাজ্য BJP-র বড় পদে, একনজরে নয়া সভাপতি সুকান্ত মজুমদার
দলের কর্মীদের রাজ্যকে 'আফগানিস্থান হওয়ার থেকে বাঁচানো'র হাত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, 'সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আগামীদিনে পশ্চিমবঙ্গকে আফগানিস্তান হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য যে লড়াই আপনারা লড়ছেন, সেই লড়াই আগামী দিনেও যেন চালু থাকে। আমাদের ১৯০ জন প্রাণ দিয়েছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এখনো তৈরী আছেন...তালিবানিকরণ চলছে পশ্চিমবঙ্গে। এর বিপক্ষে আমাদের যে লড়াই সেই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে'। এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথে নিজেই প্রচারে নামতে চলেছেন বিজেপি নয়া রাজ্য সভাপতি।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)