ধর্মতলায় অমিত শাহের সভার প্রস্তুতি শুরু করে দিল বিজেপি

Updated By: Nov 29, 2014, 02:52 PM IST
ধর্মতলায় অমিত শাহের সভার প্রস্তুতি শুরু করে দিল বিজেপি

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহের সভা প্রায় চূড়ান্ত। গতকাল শর্তসাপেক্ষে সভার অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আজ ডিভিশন বেঞ্চে আবেদন করার কথা কলকাতা পুরসভার। তার জন্য বিকেল চারটের মধ্যে প্রধান বিচারপতির কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কিন্তু এখনও পর্যন্ত পুরসভার তরফে এনিয়ে কোনও তত্পরতা চোখে পড়েনি।

অন্যদিকে, হাই কোর্টের সম্মতি মেলার পর, ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভার প্রস্তুতি তুঙ্গে। আজ ধর্মতলায় সভাস্থলে যান বিজেপি নেতা তথাগত রায়। সঙ্গে ছিলেন  পুরসভা, দমকল ও পুলিসের তিন স্পেশাল অফিসার। স্পেশাল অফিসারদের উপস্থিতিতে সভাস্থলের মাপজোক করা হয়।

.