কালীঘাটে মমতার বাড়ির সামনে প্রার্থীর মৃতদেহ নিয়ে বিক্ষোভ BJP-র, বসে পড়লেন সুকান্ত

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মানস সাহা মৃত্যু হয় বুধবার। বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে মানসের। 

Updated By: Sep 23, 2021, 07:28 PM IST
কালীঘাটে মমতার বাড়ির সামনে প্রার্থীর মৃতদেহ নিয়ে বিক্ষোভ BJP-র, বসে পড়লেন সুকান্ত

নিজস্ব প্রতিবেদন:মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে তুলকালাম। প্রার্থীর মৃতদেহ নিয়ে গিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিও হয় তাঁদের। শববাহী গাড়ির নামে বসে পড়ে অবস্থান বিক্ষোভ করার চেষ্টাও করেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে টেনে তোলে পুলিস। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মানস সাহার মৃত্যু হয় বুধবার। বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে মানসের। 

ঠাকুরপুকুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মানস সাহা। বুধবার মারা যান। বৃহস্পতিবার তাঁর দেহ নিয়ে যাওয়া হয় মুরলিধর সেন লেনে বিজেপির রাজ্য কার্যালয়ে। সেখানে শেষশ্রদ্ধা জানানো হয়। মৃতদেহবাহী শকট নিয়ে ক্যাওড়াতলা শ্মশানের উদ্দেশে যাত্রা করেন বিজেপি নেতা-কর্মীরা। আচমকাই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তখন ঘটনাস্থলে ছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বারাকপুরের সাংসদ অর্জুন সিং ও নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত শববাহী গাড়ির সামনে বসে অবস্থান বিক্ষোভের চেষ্টা করেন। তবে পুলিস বিরত করে। দু'তরফে শুরু হয় ধস্তাধস্তি। এরপর প্রার্থীর মৃতদেহ নিয়ে মগরাহাটে রওনা দেন বিজেপি নেতারা।  

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,''এর জবাব দেবেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ। পুলিস দিয়ে বিজেপিকে রুখে দিতে পারবেন না।'' তৃণমূল বিধায়ক তাপস রায় জানান,''বিজেপি উশৃঙ্খল দল। নতুন সভাপতি নিজেকে প্রচার করতে চাইছেন। এটা ওঁর কাজ নাকি!'' 

আরও পড়ুন- By-Poll: ভোটের দিন ছুটি ঘোষণা করেছি, বেসরকারি কর্মীরাও সবেতন ছুটি পাবেন: Mamata

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.