ঘুঁটি সাজাচ্ছে BJP! ভুয়ো ভ্যাকসিন ইস্যুতে সরগরম হতে পারে বিধানসভা

সোমবার সর্বদল বৈঠক, ২ জুলাই থেকে শুরু অধিবেশন। 

Updated By: Jun 27, 2021, 11:22 PM IST
ঘুঁটি সাজাচ্ছে BJP! ভুয়ো ভ্যাকসিন ইস্যুতে সরগরম হতে পারে বিধানসভা

নিজস্ব প্রতিবেদন: নতুন সরকারের প্রথম বিধানসভার অধিবেশনের আগে, সোমবার সর্বদল বৈঠক। সূত্রের খবর, বিধানসভায় প্রথম দিন থেকেই নতুন সরকারকে চাপে ফেলতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যে আগামিকাল সর্বদল বৈঠকে হাতে গরম ভ্যাকসিন ইস্য়ু নিয়ে সুর চড়াতে পারে গেরুয়া শিবির। বিধানসভার অধিবেশনে যাতে এই বিষয়ে আলোচনা করা হয়, সেই প্রস্তাব রাখতে পারেন শুভেন্দু অধিকারীরা। 

২ জুলাই থেকে শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম বিধানসভার অধিবেশন। সেই অধিবেশনের কর্মপন্থা নিয়ে আলোচনার জন্যই সোমবার সর্বদল বৈঠকের ডাক দিয়েছে সরকার। যেখানে উপস্থিত থাকবেন বিরোধী বিজেপির প্রতিনিধিরা। সংযুক্ত মোর্চার তরফে বৈঠকে উপস্থিত থাকতে পারেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সূত্রের খবর, ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে বর্তমানে যেভাবে সরগরম রাজ্য, সেই ইস্যুকে হাতছাড়া করতে রাজি নয় বিজেপি। তাই আসন্ন বিধানসভার অধিবেশনেও এই ভ্যাকসিন ইস্য়ুতে আলোচনা চাইতে পারেন তাঁরা। ফলে প্রথম দিন থেকেই বিধানসভার হাওয়া গরম হওয়ার আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: বিচারপতি রাজেশ বিন্দালের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্য বার কাউন্সিল, পাঠাল অপসারণের চিঠি

আরও পড়ুন: Yaas নিয়েও প্রতারণার ফাঁদ পাতে দেবাঞ্জন, তথ্য জেনে চক্ষু ছানাবড়া গোয়েন্দাদের

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে ইতিমধ্যে শাসকলের একাধিক নেতা-মন্ত্রী, সাংসদ-বিধায়কের ছবি প্রকাশ্যে এসেছে। যাকে ইস্য়ু করে সিবিআই তদন্তের দাবিও করেছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। সরকারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠিও লিখেছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এবার বিধানসভাতেও একই ইস্য়ুতে শাসকদলকে বেকায়দায় ফেলতে চাইছে পদ্ম শিবির।    

.