Mamata Banerjee: 'মমতার রেট কত?' আরজি কর কাণ্ড নিয়ে বিজেপির কুরুচির বহিঃপ্রকাশ!
RG Kar Incident: মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রেট’ বেধে দেওয়া নিয়ে তীব্র ভর্ৎসনা করা হয় বিজেপি বিধায়ককে। এই পোস্ট শেয়ার করেই কুণাল ঘোষের জিজ্ঞাসা, 'এরা মহিলাদের সম্মান নিয়ে আদৌ চিন্তিত? এসব চলবে?'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ডের জের রাজ্যের গন্ডি পেরিয়ে এই মুহুর্তে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। এর মধ্যেই নাকি মুখ্যমন্ত্রীকে নিয়ে কদর্য মন্তব্য করেছে বিজেপি। এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের দাবি, বিজেপি বিধায়ক অমরনাথ শাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দর' জিজ্ঞেস করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন।
আরও পড়ুন, RG Kar Doctor Rape and Murder: 'দেহ পাচারেও জড়িত সন্দীপ', বিস্ফোরক আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার
মঙ্গলবার ওন্দায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা যৌনতাপূর্ণ শব্দ ব্যবহার করেন। ওন্দার বিধায়ক সামগ্রিকভাবে বিজেপি ও তাঁদের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়েরই পথ অনুসরণ করছে বলে পাল্টা আক্রমণ করে তৃণমূল। এক্সে লেখা, 'এই বক্তব্যই প্রমাণ করছে বিজেপি মধ্যেই কতটা গভীরভাবে গেঁথে রয়েছে পুরুষতান্ত্রিকতা এবং যৌনতার ভাবনা।'
Following in the footsteps of @BJP4India MP @Abhijit_G4WB, their Onda MLA @AmarnathShaka now determines the 'rate' of Smt. @MamataOfficial.
This is a clear reflection of the deep-seated, rampant sexism that permeates the Party.
Those who lack the decency to refer to the only… pic.twitter.com/xLwfZYVvFa
— All India Trinamool Congress (@AITCofficial) August 21, 2024
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রেট’ বেধে দেওয়া নিয়ে তীব্র ভর্ৎসনা করা হয় বিজেপি বিধায়ককে। এই পোস্ট শেয়ার করেই কুণাল ঘোষের জিজ্ঞাসা, 'এরা মহিলাদের সম্মান নিয়ে আদৌ চিন্তিত? এসব চলবে?' অন্যদিকে, তৃণমূল নেতা কাউন্সিলর অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা পুলিস কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম ও সাইবার ক্রাইম অভিযোগ জানালেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট করার অভিযোগ করেছেন সেলিম।
সেলিমের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অরূপ চক্রবর্তী তাঁর ছবি ব্যবহার করে একটি পোস্ট করেছেন, যেখানে তাঁকে 'রাতের প্রহরী' বলে উল্লেখ করা হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, "রাতে মহিলারা বিপদে পড়লে, ভুলেও ১০০ নম্বরে ডায়াল করবেন না। ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিস। সিপিআইএম পার্টি সেক্রেটারি মহম্মদ সেলিমকে ফোন করুন। উনি-ই রাতে মহিলাদের রক্ষা করার দায়িত্ব নিয়েছেন।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)