Kolkata: '৯ ঘণ্টা ইডির জেরার পর ভুল বকছেন', অভিষেককে কটাক্ষ Dilip-এর

মঙ্গলবার ED-র জেরা প্রসঙ্গে অভিষেককে একহাত নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

Updated By: Sep 7, 2021, 09:10 AM IST
Kolkata: '৯ ঘণ্টা ইডির জেরার পর ভুল বকছেন', অভিষেককে কটাক্ষ Dilip-এর
দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিবেদন: সকাল ১১টায় ঢুকেছিলেন ঢুকেছিলেন ইডি দফতরে (ED Office)। বেরোলেন রাত ৮টায়। কয়লা পাচার-কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) দফতরে ৯ ঘণ্টা জেরার পর বেরিয়ে  রীতিমতো বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দাবি করেছিলেন, ২৫ জন বিজেপি বিধায়ক যোগদান করতে চাইছেন। তৃণমূল নিচ্ছে না। মঙ্গলবার এই প্রসঙ্গেই অভিষেককে একহাত নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

দিলীপ ঘোষের কটাক্ষ, ''৯ঘন্টা ইডি জেরা করলে তখন অনেকেই আবল তাবোল বকে। তৃণমূলের অনেক নেতারাই কয়লা, বালি লুট, পাচারের সঙ্গে যুক্ত। ওনাদের রাজত্বকালে কয়লা, বালি, পাথর, লুট হয়েছে গরু পাচার হয়েছে। একটা দল অফিসিয়ালি এই কাজগুলো করছে, তাদের সব নেতা জড়িত। পুলিস অভিযোগ নেয়নি। এখন সিআইএসএফ দেখানো হচ্ছে।'' 

আরও পড়ুন, Section 377: সমাজে সব ক্ষেত্রেই প্রতিষ্ঠিত হচ্ছে সমানাধিকার; আলো ক্রমে আসিতেছে

বিজেপির রাজ্য সভাপতি এদিন অভিষেকের ২৫ জন বিজেপি বিধায়কের প্রসঙ্গ টেনে বলেন, ''জানি না পঁচিশ না পঞ্চাশ। আমাদের পার্টিতে অনেক নেতা এসে বলেছিলেন একশো আছে দেড়শো আছে। আগে তো ওনাদের বিধায়ক সাংসদরা ইডি, সিবিআই থেকে বাঁচুক, তারপর আমাদের বিধায়ক সম্পর্কে ভাববেন।'' 

অভিষেক হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ''যা করার করে নিন। বিজেপি অনেক শক্তিশালী হতে পারে, লিখে রাখুন আগামী নির্বাচনে বিজেপিকে হারাবে তৃণমূল। ২০২৪ সালে হারাব। জীবন দিয়ে দেব। কিন্তু মাথানত করব না। রাজনৈতিকভাবে লড়াই করার হিম্মত নেই এদের।''

আরও পড়ুন, Health: দেখে খামতি বুঝুন, ভেলোরের বিল রাজ্যের সব বেসরকারি হাসপাতালে পাঠাচ্ছে স্বাস্থ্য কমিশন

এদিন সেই বক্তব্যকে কটাক্ষ করে দিলীপের মন্তব্য, ''জীবন কোথায় দিচ্ছেন। জীবন নিয়ে তো পালিয়ে গেল নেতারা। এতদিন এই অভিযোগ করতে করতে আদালতও শুনেছে। তারা কোনও না কোনও পদক্ষেপ নিচ্ছে। তাই তাদের নেতারা বাড়ি ছেড়ে পালাচ্ছে। গায়েব হয়ে যাচ্ছে। অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিচ্ছেন, কতটা সৎ ছিল ওরা বোঝাই যাচ্ছে।''

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.