WB Panchayat Election 2023: কমিশনের গেটে তালা! আদালতে যাচ্ছে বিজেপি...
পঞ্চায়েত ভোটে হিংসা, মৃত্যুমিছিল। 'পশ্চিমবঙ্গের ন্যূনতম ৫০ লক্ষ ভোটার, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি', অভিযোগ শুভেন্দুর।
সুতপা সেন ও মৌমিতা চক্রবর্তী: পঞ্চায়েত ভোটে হিংসা, মৃত্যুমিছিল। রাজ্য নির্বাচন কমিশনের মেন গেটে তালা ঝুলিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, 'মঙ্গলবার মহামান্য উচ্চ আদালতে এই নির্বাচনকে নিয়ে আমাদের যে অভিযোগ, সেগুলি জানাব'।
আরও পড়ুন: Governor CV Ananda Bose: 'লক্ষ্মণরেখা অতিক্রম করব না', বার্তা রাজ্যপালের
কোনও একটি নির্দিষ্ট জেলা নয়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দিনভর অশান্তি চলল গোটা রাজ্যেই। সঙ্গে ছাপ্পা ভোট! ৭ জেলার ভোটের বলি ১৫ জন। এদিন সন্ধ্যায় নির্বাচন কমিশনে যায় রাজ্য প্রতিনিধিদল। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, 'পশ্চিমবঙ্গের ন্যূনতম ৫০ লক্ষ ভোটার, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এই ভোটগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তাঁর ভাইপোর ব্যবস্থাপনায়, রাজীব সিনহার উদ্যোগে, লুঠ হয়ে গিয়েছে'।
শুভেন্দু বলেন, 'আমাদের মনে হয়েছে, প্রধান বিচারপতি বেঞ্চে যাঁদের দায়িত্ব দিয়েছিল বা ভরসা রেখেছিল, ১ নম্বর রাজ্য নির্বাচন কমিশন, ২ নম্বর রাজ্য সরকার, সেই আস্থা-ভরসা এরা ভেঙেছে। ভাঙার ফলে এই কেসটা নিষ্পত্তি না করে, প্রধান বিচারপতি বেঞ্চ মঙ্গলবার রেখেছে এই কারণে, তিনি এদের উপরে ভরসা করতে পারেননি'।
তাহলে? শুভেন্দু জানান, 'মহামান্য উচ্চ আদালতের নির্দেশ ছিল, সিসিটিভি মনিটরিং-এ পুরো নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। হলফনামা দিয়ে সচিব, নির্বাচন কমিশন, নীলাঞ্জন শাণ্ডিল্য, মহামান্য আদালতে আশ্বস্ত করেছিলেন লিখিত। তাতে বসেছিল, আমরা ৯৫ শতাংশ বুথে সিসিটিভি লাগিয়ে দিয়েছি।এবং ৫ শতাংশ বুথে আমরা সিসিটিভি লাগাতে পারিনি। ওখানে ভিডিয়োগ্রাফি করেছি। আমরা দাবি করেছি, কালকে দুপুরে মধ্যে সিসিটিভি, ভিডিয়োগ্রাফি দুটোই বিশেষজ্ঞ টিমকে দিয়ে, যদি non-Functioning থেকে থাকে, আর যদি সিসিটিভিতে দেখা যায়, ছাপ্পা হয়েছে, বাইরের লোক ঢুকেছে, সেই নির্বাচন কেন্দ্রগুলিতে নির্বাচন বাতিল করে, আগামী পরশুদিন বা দরকার হলে গণনার দিন পিছিয়ে, মঙ্গলবার নির্বাচন করতে হবে এবং সেখানে এক সেকশান করে CRPF রাখতে হবে'।
আরও পড়ুন: WB Panchayat Election 2023: যারা সন্ত্রাস করছে, তারাই অভিযোগ তুলছে: তৃণমূল
এদিকে রাজ্যের পঞ্চায়েত ভোটের পরিস্থিতি নিয়ে খোঁজ-খবর নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেন তিনি।
সূত্রের খবর, ১০ মিনিটেরও বেশি সময় ধরে কথা হয় দু'জনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও রিপোর্ট দিতে পারে বঙ্গ বিজেপি।