শহরে বিজেপির প্রতিনিধি; আসানসোলে ঢুকতে দেওয়া হবে না, খবর সূত্রের

আসানসোল-রানিগঞ্জের পরিস্থিতি সরজমিনে দেখতে এল বিজেপির প্রতিনিধি দল।  

Updated By: Mar 31, 2018, 09:55 PM IST
শহরে বিজেপির প্রতিনিধি; আসানসোলে ঢুকতে দেওয়া হবে না, খবর সূত্রের

নিজস্ব প্রতিবেদন: আসানসোল ও রানিগঞ্জে পরিস্থিতি দেখতে শহরে এসে পৌঁছল বিজেপির প্রতিনিধি দল। শাহনওয়াজ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, ওম মাথুর ও বিডি রাম।

নবান্ন সূত্রে খবর, বিজেপির প্রতিনিধি দলকে আসানসোলে যেতে দেওয়া হবে না। যেহেতু নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে, সে জন্য কোনও রকম লালবাতি বা বিশেষ ধরনের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদের। সে কারণেই তাঁদের আটকানো হবে। 

এদিকে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর বাতিল হয়েছে বিজেপি সভাপতি অমিত শাহের সফর। ৮ ও ৯ এপ্রিল আসার কথা ছিল অমিতের। কিন্তু ৯ এপ্রিল মনোনয়নের শেষ দিন। সে কারণেই সফর বাতিল হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির।

আরও পড়ুন- পঞ্চায়েতে বিজেপিকে রুখতে উন্নয়ন অস্ত্র তৃণমূলের

.