ভাইপোর বিরুদ্ধে অভিযোগের উপযুক্ত প্রমাণ আছে অমিতের, দাবি বিজেপির

মানহানি মামলায় অমিত শাহের বিরুদ্ধে সমন জারি করেছে নগর দায়রা আদালত। 

Updated By: Aug 29, 2018, 08:56 PM IST
ভাইপোর বিরুদ্ধে অভিযোগের উপযুক্ত প্রমাণ আছে অমিতের, দাবি বিজেপির

নিজস্ব প্রতিবেদন: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানির মামলার প্রেক্ষিতে অমিত শাহের বিরুদ্ধে সমন জারি করেছে নগর দায়রা। তবে এনিয়ে এতটুকুও চিন্তিত নয় গেরুয়া শিবির। ফুত্কারে উড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। 

এদিন অটল বিহারী বাজপেয়ী স্মরণে অনুষ্ঠানে অমিত শাহের সমন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া,''অমিত জি যখন বলেছেন, তখন উপযুক্ত নথি ওনার কাছে রয়েছে। আইন আইনের পথেই চলবে''। দিলীপের সুরেই বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন,  ''মামলা করে লাভ হবে না। সবকিছুর প্রমাণ আমাদের হাতে রয়েছে''।     
 
মানহানি মামলায় অমিত শাহের বিরুদ্ধে সমন জারি করেছে নগর দায়রা আদালত। অবিলম্বে আদালতে হাজির হওয়ার জন্য বিজেপি সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২৮ সেপ্টেম্বর। উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর মেয়ো রোডের সভা থেকে 'ভাইপো'কে নিশানা করেছিলেন অমিত শাহ। বিজেপি সভাপতি দাবি করেন, কেন্দ্র রাজ্যের উন্নয়নে ৩ লাখ ৫৯ হাজার কোটি টাকা দিয়েছিল। কিন্তু সেই সব টাকাই 'ভাই-ভাইপো' দুর্নীতি করে গায়েব করে দিচ্ছে বলে তোপ দেগেছিলেন তিনি। বলেছিলেন, সারদা, নারদা, রোজভ্যালি, কয়লা মাফিয়া- 'দুর্নীতির সিন্ডিকেট' চলছে বাংলায়।

মঙ্গলবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেই মেয়ো রোডেই সভা করে তৃণমূল ছাত্র পরিষদ। সেই মঞ্চ থেকেই অমিত শাহের অভিযোগের কড়া জবাব দেন অভিষেক। বলেন, "মৃত্যুবরণ করতে রাজি,কিন্তু বদনামি সহ্য করব না।" এরপরই অমিত শাহের উদ্দেশে তিনি আইনি হুঁশিয়ারি দেন। বলেন, "ভোটের ময়দানে যেমন বিজেপি হেরেছে, তেমনই আদালতেও তারা হার স্বীকার করতে বাধ্য হবে।" 

আরও পড়ুন- নোট বাতিলে আরবিআই পরিসংখ্যান পেশের পর নিজের আশঙ্কার কথা মনে করালেন মমতা

.