চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন রীতেশ তিওয়ারি

চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রীতেশ তিওয়ারি। ১৩ই সেপ্টেম্বর ওই নির্বাচন হবে। তৃণমূল বিধায়ক শিখা মিত্র দলত্যাগ করে কংগ্রেসে যোগ দেওয়ায় দলত্যাগ বিরোধি আইনে তার বিধায়ক পদ খারিজ হয়ে যায়। তারই জেরে এই কেন্দ্রে উপনির্বাচন।

Updated By: Aug 26, 2014, 07:23 PM IST
চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন রীতেশ তিওয়ারি

কলকাতা: চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রীতেশ তিওয়ারি। ১৩ই সেপ্টেম্বর ওই নির্বাচন হবে। তৃণমূল বিধায়ক শিখা মিত্র দলত্যাগ করে কংগ্রেসে যোগ দেওয়ায় দলত্যাগ বিরোধি আইনে তার বিধায়ক পদ খারিজ হয়ে যায়। তারই জেরে এই কেন্দ্রে উপনির্বাচন।

তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দোপাধ্যায় ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন। মঙ্গলবার রীতেশ মনোনয়ন পেশ করে জানান, তৃণমূল জমানার পারফরম্যান্সে তিতিবিরক্ত ভোটাররা বিজেপির দিকেই ঝুঁকবেন।

দলের রাজ্য সভাপতি আরও একধাপ এগিয়ে জানান, বামফ্রন্টের প্রার্থী হিসেবে এদিনই চৌরঙ্গীতে মনোনয়ন পেশ করলেন ফৈয়াজ আহমেদ খান। প্রতিপক্ষ বিজেপি বা তৃণমূল বামফ্রন্টকে লড়াইয়ে না রাখলেও, বিহার বিধানসভা উপনির্বাচনের ফল টেনে ফৈয়াজও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

 

.