বৃহস্পতিবার আলাদা করে বাংলা বন‌্‌ধ ডাকল বিজেপি

বামেদের পর এবার বিজেপি। পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে বিজেপিও বন্‌ধের পথ বেছে নিল। আগামী ৩০ এপ্রিল, বৃহস্পতিবার আলাদা করে বাংলা বনধ ডাকল বিজেপি। পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে বারো ঘণ্টার বনধ ডেকেছে তারা। একই সঙ্গে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাস্তা রোকো শুরু করল বিজেপি।

Updated By: Apr 27, 2015, 04:30 PM IST
বৃহস্পতিবার আলাদা করে বাংলা বন‌্‌ধ ডাকল বিজেপি

ওয়েব ডেস্ক: বামেদের পর এবার বিজেপি। পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে বিজেপিও বন্‌ধের পথ বেছে নিল। আগামী ৩০ এপ্রিল, বৃহস্পতিবার আলাদা করে বাংলা বনধ ডাকল বিজেপি। পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে বারো ঘণ্টার বনধ ডেকেছে তারা। একই সঙ্গে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাস্তা রোকো শুরু করল বিজেপি।

কমিশনের দফতরের সামনে রাস্তায় বসে পড়লেন রাহুল সিনহা, রূপা গাঙ্গুলি, নকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির প্রথমসারির নেতারা। পুরভোটে কমিশনের ভূমিকার প্রতিবাদে সরব বিজেপি। একই সঙ্গে ভোটে ব্যাপক সন্ত্রাসেরও অভিযোগ তুলে পথে নেমেছেন তারা।

এদিকে, উত্তর চব্বিশ পরগনায় জারি ভোট পরবর্তী সন্ত্রাস। সকালে কামারহাটিতে সিটুনেতার বাড়ি লক্ষ্য করে  বোমাবাজির অভিযোগ।  স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকাজুড়ে অবাধে চলছে বাইক বাহিনীর তাণ্ডব। গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন বাসিন্দারা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।অন্যদিকে  উত্তপ্ত  সিঁথি মোড়ও।  আগুন ধরিয়ে দেওয়া হল তৃণমূলের কার্যালয়ে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ঘটনা। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

.