অনাস্থায় `অপরিণত রাজনীতির` পরিচয় দিয়েছে তৃণমূল: বিমান
পঞ্চাশ জন সাংসদের সমর্থন জোগাড় করতে পারেনি তৃণমূল। কিন্তু তারপরও অনাস্থা প্রস্তাব এনে অপরিণত রাজনীতির পরিচয় দিয়েছে ইউপিএর প্রক্তন শরিক। আজ এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি জানান, অনাস্থার পথে না হাঁটলেও রাজ্য জুড়ে এফডিআই বিরোধী প্রচার অভিযান আরও জোরদার করবে বামফ্রন্ট।
পঞ্চাশ জন সাংসদের সমর্থন জোগাড় করতে পারেনি তৃণমূল। কিন্তু তারপরও অনাস্থা প্রস্তাব এনে অপরিণত রাজনীতির পরিচয় দিয়েছে ইউপিএর প্রক্তন শরিক। আজ এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি জানান, অনাস্থার পথে না হাঁটলেও রাজ্য জুড়ে এফডিআই বিরোধী প্রচার অভিযান আরও জোরদার করবে বামফ্রন্ট।
মাত্র ২১ জন সাংসদের সমর্থনে তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গিয়েছে সংসদে। অনাস্থা প্রস্তাব ইস্যুতে জাতীয় রাজনীতিতে কার্যত একঘরে হয়ে পড়েছে তৃণমূল। এই ইস্যুতে বৃহস্পতিবারই তৃণমূলকে কংগ্রেসের বি টিম বলে কটাক্ষ করেছিলেন সীতারাম ইয়েচুরি। শুক্রবার তৃণমূলনেত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। তাঁর মতে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে অপরিণত রাজনীতির পরিচয় দিয়েছে তৃণমূল।
বিমান বসু জানান, এফডিআই ইস্যুতে রাজ্যজুড়ে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি নিয়েছে বামফ্রন্ট। এছাড়া ৩ ডিসেম্বর থেকে টানা ৫০ দিন চলবে সই সংগ্রহ অভিযান। রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিমান বসু।