রাজ্যের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ বিমানের, ১৭ নভেম্বর বামেদের সভা
রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পরিবহণ থেকে জমিঅধিগ্রহণ কেন্দ্র করে পুলিসের গুলি চালনা সহ বেশ কিছু প্রসঙ্গ উঠে এল তাঁর বক্তব্যে। বাসভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর অভিযোগ, নতুন ভাড়া কী হবে তা নিয়ে মানুষ বিভ্রান্ত। ফলে সমস্যায় পড়ছেন তাঁরা। তাঁর দাবি, বিভ্রান্তি কাটাতে সংবাদমাধ্যমে এবিষয়ে বিজ্ঞাপন দিক রাজ্য সরকার।
রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পরিবহণ থেকে জমিঅধিগ্রহণ কেন্দ্র করে পুলিসের গুলি চালনা সহ বেশ কিছু প্রসঙ্গ উঠে এল তাঁর বক্তব্যে। বাসভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর অভিযোগ, নতুন ভাড়া কী হবে তা নিয়ে মানুষ বিভ্রান্ত। ফলে সমস্যায় পড়ছেন তাঁরা। তাঁর দাবি, বিভ্রান্তি কাটাতে সংবাদমাধ্যমে এবিষয়ে বিজ্ঞাপন দিক রাজ্য সরকার।
দুবরাজপুরের লোবা গ্রামে গুলি চালানোর ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করলেন বামফ্রন্ট চেয়াম্যান বিমান বসু। ওই ঘটনায় আহতদের চিকিত্সার খরচ সরকারেরই বহন করা উচিত বলে দাবি করেন তিনি। সিউড়িতে নার্সিংহোমে হামলার ঘটনায় সরকারের কড়া সমালোচনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সরকার নিষ্ক্রিয় থাকাতেই রাজ্যে দুষ্কৃতীরাজ মাথা চাড়া দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এর সঙ্গেই রাজ্যের মহিলাদের একের পর এক আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে শনিবার রানি রাসমনি রোডে সমাবেশ করবে বামেরা। ওই সমাবেশের প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই মঙ্গলবার বৈঠকে বসছেন বামফ্রন্ট নেতারা।
১৭ নভেম্বরের সমাবেশকে ব্যাপক চেহারা দিতে ইতিমধ্যেই জেলায় জেলায় প্রস্তুতি শুরু করেছে রাজ্যের বিরোধী শিবির। সেই প্রস্তুতির খুঁটিনাটি নিয়েই আলোচনা হবে এদিনের বৈঠকে। শুধু বামফ্রন্টের শরিক দলগুলিই নয়, তাদের গণসংগঠনগুলিকেও উপস্থিত থাকতে বলা হয়েছে এই দিনের সমাবেশে। এমনকী, মহিলাদের অধিকার নিয়ে কাজ করে, এরকম সংগঠনকেও শনিবারের সমাবেশে উপস্থিত থাকার আবেদন জানানো হয়েছে বামফ্রন্টের তরফে।