বাসিন্দাদের উদোগ্যে বন্ধ হল ঝিল ভরাট
শহর কলকাতায় প্রোমোটারদের দৌরাত্ম্যে ভরাট হয়ে যাচ্ছে একের এক জলাভূমি। একই পরিণতির দিকে এগোচ্ছিল বিক্রমগড় ঝিল। সাতাশি নম্বর প্রিন্স গোলাম হুসেন শাহ রোডে তিরিশ কাঠা জমি নিয়ে বিক্রমগড় ঝিল। এই অবস্থায় পরিবেশ বাঁচাতে নজিরবিহীন ভাবে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা।
শহর কলকাতায় প্রোমোটারদের দৌরাত্ম্যে ভরাট হয়ে যাচ্ছে একের এক জলাভূমি। একই পরিণতির দিকে এগোচ্ছিল
বিক্রমগড় ঝিল। সাতাশি নম্বর প্রিন্স গোলাম হুসেন শাহ রোডে তিরিশ কাঠা জমি নিয়ে বিক্রমগড় ঝিল। এই অবস্থায়
পরিবেশ বাঁচাতে নজিরবিহীন ভাবে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। গল্ফ গ্রিনের বিক্রমগড় ঝিলকে আগের চেহারায়
ফিরিয়ে দিতে নিজেরাই হাত লাগিয়েছেন তাঁরা। পরিবেশ বাঁচাতে গঠিত হয়েছে বিক্রমগড় ঝিল বাঁচাও কমিটি। এলাকার
সাধারণ মানুষের উদ্যোগেই পিছু হটতে বাধ্য হল প্রোমোটার গোষ্ঠী। বন্ধ হল ঝিল ভরাটে কাজ।