ভবানীপুরে বৃদ্ধা হত্যার জট খুলল

খুলল ভবানীপুর বৃদ্ধা হত্যার জট। পরিচারিকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা টিপ সই নকল করে তুলেছিল দেবযানী মাঝি। জানাজানি হতেই প্রতারণার টাকা ফেরত দিতেই মাসি শাশুড়ি দীপালি সরকারকে খুন করে সে। বৃহস্পতিবার দেবযানীকে আদালতে তোলা হলে ২ মে পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

Updated By: Apr 24, 2014, 08:21 PM IST

খুলল ভবানীপুর বৃদ্ধা হত্যার জট। পরিচারিকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা টিপ সই নকল করে তুলেছিল দেবযানী মাঝি। জানাজানি হতেই প্রতারণার টাকা ফেরত দিতেই মাসি শাশুড়ি দীপালি সরকারকে খুন করে সে। বৃহস্পতিবার দেবযানীকে আদালতে তোলা হলে ২ মে পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

পার্বতী মাঝি। পাঁচ বছর ধরে দেবযাণীর নিউ আলিপুরের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। সেই ভরসাতেই ব্যাঙ্কের পাস বই, সার্টিফিকেট দেবযানীর কাছে রাখতে দিয়েছিলেন তিনি। পরিচারিকার লেখাপড়া না জানার সুযোগ নিয়ে টিপ সই নকল করে ধাপে ধাপে দেড় লাখ টাকা তোলে দীপালি খুনে অভিযুক্ত দেবযানী।

দেবযানী স্বীকার করেছে, টাকা ফেরতের জন্য প্রবল চাপে ছিল সে। ২৩ এপ্রিলের মধ্যে টাকা ফেরতের লিখিত প্রতিশ্রুতি দেয় দেবযানী। ২২ তারিখ বিকেল ৫টা নাগাদ ভবানীপুরে মাসির বাড়িতে যায় সে। অসুস্থ দীপালি সরকার তখন বাড়িতে একা। মেয়ের বিয়ের টাকা থেকে এক লক্ষ টাকা দিতে জোরাজুরি করে দেবযানী। রাজি না হওয়ায় বালিস চাপা দিয়ে দীপালিকে হত্যা করে । ৬ লক্ষ টাকা, সোনার গয়না, ব্যাঙ্কের পাস বই হাতিয়ে নিয়ে নিঃশব্দে বাড়ি ছাড়ে দেবযানী। ২৩ তারিখ রাতেই পুলিসের কাছে খুনের কথা স্বীকার করে সে।

.