ওয়েব ডেস্ক: প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবি। অনশনে অসংখ্য চাকরিপ্রার্থীরা। বালিগঞ্জে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দফতরের সামনে অনশন চলছে। বৃহস্পতিবার অনশনের ৪ দিনে পড়ল। গত ৩ দিন ধরে দফায় দফায় অনশনে বসেছেন বহু চাকরিপ্রার্থীই। আন্দোলনকারীদের অভিযোগ, ২০০৯-এ শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হলেও আইনি জটিলতার কারণে তাঁদের নিয়োগ হয়নি। নিয়োগের দাবিতে বছরের পর বছর বহু জায়গাতে দরবার করেও ফল পাননি তাঁরা। এবার তাই জেলা প্রাথমিক সংসদের দফতরের সামনেই অনশন অবস্থান তাঁদের। আরও পড়ূন- গাড়িতে নারী নিরাপত্তা নিশ্চিত করতে ডিভাইস বের করেছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট

English Title: 
Bengal: SSC candidates calls hunger strike!
News Source: 
Home Title: 

প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে অনশনে চাকরিপ্রার্থীরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে অনশনে চাকরিপ্রার্থীরা
Yes
Is Blog?: 
No