২০ জানুয়ারি থেকে শুরু বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট

রাজ্য শিল্প সম্মেলন হচ্ছে জানুয়ারি মাসে। আগামী ২০ এবং ২১শে জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাজ্যে শিল্পক্ষেত্রে নতুনদের আরও বেশি করে যুক্ত করতে চায় রাজ্য। তাই এবারের শিল্প সম্মেলনের ফোকাস, নতুন শিল্পদ্যোগী বা স্টার্ট-আপসরা। এমনটাই জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

Updated By: Dec 13, 2016, 05:14 PM IST
২০ জানুয়ারি থেকে শুরু বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট

ওয়েব ডেস্ক : রাজ্য শিল্প সম্মেলন হচ্ছে জানুয়ারি মাসে। আগামী ২০ এবং ২১শে জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাজ্যে শিল্পক্ষেত্রে নতুনদের আরও বেশি করে যুক্ত করতে চায় রাজ্য। তাই এবারের শিল্প সম্মেলনের ফোকাস, নতুন শিল্পদ্যোগী বা স্টার্ট-আপসরা। এমনটাই জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে শিল্পমহল থেকে বিপুল সাড়া পেয়েছে রাজ্য সরকার। সম্মেলনে দেশি-বিদেশি মোট সাড়ে ৫ হাজার প্রতিনিধি থাকবেন। জার্মানি, জাপান, কানাডা, আমেরিকা, চিন, রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত থাকবেন। জানিয়েছেন অর্থমন্ত্রী। 

পড়ুন, স্পিকারের নিরপেক্ষতার প্রশ্ন তুলে বিধানসভায় ওয়াকআউট বাম-কংগ্রেসের

.