Bengal Election 2021: দত্তাবাদে BJP পার্টি অফিসের সামনে 'গুলি', পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
ভোট পরবর্তী অশান্তি অব্যাহত সল্টলেকে।
নিজস্ব প্রতিবেদন: ভোট মিটেছে, কিন্তু হিংসা আর থামছে কই! দুপুরে এজেন্ট-সহ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছিল দত্তাবাদে। সন্ধে নামতেই গেরুয়াশিবিরের পার্টি অফিসের সামনে চলল গুলি! ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল পুলিস। তুমুল উত্তেজনা ছড়াল এলাকায়।
ঘড়িতে তখন রাত ৯টা। বিধাননগরের লাবনী গোলচক্করের কাছে বিজেপি পার্টি অফিসে সামনে এসে ২ দুষ্কৃতী গুলি চালায় অভিযোগ। গেরুয়াশিবিরের দাবি, বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। পালানোর সময়ে আবার একটি বাইকে পড়ে যায় পুকুরে। বাইক ফেলেই চম্পট দেয় তারা। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিস যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখন বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, কাউন্সিলর নির্মল দত্তের নেতৃত্বে এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করা হচ্ছে। যদিও গুলি চলার কথা অস্বীকার করেছে পুলিস।
আরও পড়ুন: কল্যাণ চৌবের ওপর হামলা, ২০০ মিটার টানতে টানতে নিয়ে যাওয়া হয় BJP প্রার্থীকে
এর আগে সকালে দত্তাবাদ ডিয়ার ক্লাবের কাছে বিজেপির এজেন্টসহ পাঁচ বিজেপির কর্মীদেরকে মারধরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায়ও কাউন্সিলর নির্মল দত্তের দিকেই অভিযোগ আঙুল তুলেছিলেন বিজেপি কর্মীরা। কয়েক ঘণ্টার ব্যবধানে ফের উত্তেজনা ছড়াল দত্তাবাদে।
আরও পড়ুন: বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকি ৫ তরুণীর! হুলস্থুলকাণ্ড পার্কস্ট্রিটে