জাপানি এনসেফেলাইটিস রোধে বেলেডোনা

মারণব্যধি জাপানি এনসেফালাইটিসের চিকিত্সায় নতুন দিকনির্দেশ করল স্কুল অব ট্রপিকাল মেডিসিন। হোমিওপ্যাথি ওষুধ বেলেডোনা টু হান্ড্রেটের ব্যবহারে জাপানি এনসেফালাইটিসের মতো মারণ ভাইরাস আটকানো সম্ভব হবে বলেই দাবি করছেন গবেকেরা।

Updated By: Oct 17, 2011, 04:07 PM IST

মারণব্যধি জাপানি এনসেফালাইটিসের চিকিত্সায় নতুন দিকনির্দেশ করল স্কুল অব ট্রপিকাল মেডিসিন। হোমিওপ্যাথি ওষুধ বেলেডোনা টু হান্ড্রেটের ব্যবহারে জাপানি এনসেফালাইটিসের মতো মারণ ভাইরাস আটকানো সম্ভব হবে বলেই দাবি করছেন গবেকেরা। দীর্ঘ তিন বছরের গবেষণার পর মাইক্রোবায়োলজি বিভাগের গবেষকেরা যুগান্তকারী এই সাফল্য পেয়েছেন। তাঁদের এই সাফল্য অনেক মৃত্যুপথযাত্রীকে নতুন জীবন দেবে বলেই আশা করা হচ্ছে।

.